১০ মাসের জমানো টাকা ভারতীয় সেনাকে দান, রাতারাতি দেশবাসীর মন জিতল ৮ বছরে খুদে

8 Year Old Boy Donates 10 months Savings to Indian Army

১০ মাসের জমানো টাকা ভারতীয় সেনাকে দান, রাতারাতি দেশবাসীর মন জিতল ৮ বছরে খুদে

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাহেলগাঁও হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক শেষের পথে এগোচ্ছিল। এরপর ৭ই মে থেকে একপ্রকার যুদ্ধ আবহ তৈরি হয়, অপারেশন সিঁদুরের জেরে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। এরপর পাকিস্তান একাধিক হামলা চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়, পাল্টা প্রত্যাঘাত আনে ভারতীয় সেনা (Indian Army)। যার ফলে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও গর্ব বেড়ে যায় সমগ্র দেশবাসীর। তবে এরই মাঝে এক অদ্ভুত কারণে ভাইরাল হয়ে পড়েছে এক বছর আটের খুদে বালক। কেন? চলুন জেনে নেওয়া যাক।

ভারতীয় সেনাকে নিজের জমানো সম্পত্তি দান ৮ বছরে খুদের

আসলে ছোট থেকেই অনেকে সেনাবাহিনীতে কর্মরত হওয়ার স্বপ্ন দেখেন। তবে এবার এক ৮ বছরের বালকের কীর্তি রীতিমত ভাইরাল হয়ে চোরঃকার বিষয় হয়ে গিয়েছে। তামিলনাড়ুর কারুর জেলার এই ছেলেটির নাম সঞ্জয়। বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে পরে সে। সঞ্জয় বিগত ১০ মাস ধরে অল্প অল্প করে কিছু টাকা জমাচ্ছিল। যেটা সে ভারতীয় সেনার তহবিলে তুলে দিয়েছে।

জেলাশাসকের অফিসে গিয়ে তুলে দিল টাকা

পাহেলগাঁও হামলার পর থেকে সেনাবাহিনীরা যেভাবে দিনরাত্রি এক করে দেশের মানুষের সুরক্ষায় নিয়োজিত রয়েছে তার জন্যই সে মনস্থির করেছে জমানো টাকাটা সেনাকে দান করবে। যেমনি ভাবনা তেমনি কাজ। জমানো টাকার বাক্স নিয়ে জেলাশাসকের অফিসে হাজির হয়ে সেই টাকা জমা করে দেয়।

আরও পড়ুনঃ সেরা ৩ শহরের মধ্যে উঠে এল কলকাতা, কেন্দ্রের অ্যাওয়ার্ড পেতেই বাংলার সাফল্য শেয়ার করলেন মমতা

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলে, আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আমি আমার সমস্ত জমানো টাকা দিয়ে তাদের সাহায্য করতে চাই যাঁরা আমাদের রক্ষা করে চলেছেন। দেশের সেনার প্রতি ছোট্ট বালকের এমন নিঃস্বার্থ ভালোবাসার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা যেমন তাঁর প্রশংসা করেছেন তেমনি অনেকেই আশীর্বাদ করেছেন অনেক বড় হওয়ার জন্য।

সঙ্গে থাকুন ➥