সিনিয়ার সিটিজেন ছাড় বন্ধ করতেই পোয়া বারো! ৮,৯১৩ কোটি টাকা লাভ করল ভারতীয় রেল

Indian Railway Concession

সিনিয়ার সিটিজেন ছাড় বন্ধ করতেই পোয়া বারো! ৮,৯১৩ কোটি টাকা লাভ করল ভারতীয় রেল

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের সবচেয়ে জনপ্রিয় যাতায়াত ব্যবস্থার মধ্যে অন্যতম হল রেল। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমেই কর্মস্থল থেকে শুরু করে নিজের গন্তব্যে পৌঁছে যান। সাধ্য অনুযায়ী কেউ জেনারেল, কেউ স্লিপার তো কেউ বা এসি কোচে সফর করেন। তবে সিনিয়ার সিটিজেনদের জন্য বিশেষ ছাড় (Indian Railway Concession) দেওয়া হত রেলের তরফ থেকে। যেটা করোনা মহামারিকালে তুলে নেওয়ার হয়। আর জানলে অবাক হবেন, সেই থেকে বিগত ৫ বছরে কয়েক হাজার কোটি টাকা লাভ হয়েছে ভারতীয় রেলের। কত টাকা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সিনিয়ার সিটিজেন ছাড় উঠিয়ে কয়েক হাজার কোটি আয় রেলের

আসলে ২০২০ সালের ২০ই মার্চ করোনার জেরে গোটা দেশ জুড়ে লোকডাউন ঘোষণা হয়। এরপর থেকেই ট্রেনে সিনিয়ার সিটিজেনদের ছাড় বন্ধ করে দেওয়া হয়। ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষদের ৪০% ও ৫৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের ৫০% পর্যন্ত টিকিট মূল্য ছাড় হিসাবে দেওয়া হত। এই টিকিটের কনসেশন বন্ধ করে দেওয়ার পর বিগত পাঁচ বছরে প্রায় ৮,৯১৩ কোটি টাকা আয় করেছে ভারতীয় রেল।

সিনিয়ার সিটিজেন কনসেশন না দেওয়ার ফলে রেলের ঘরে কতটাকা অতিরিক্ত লাভ এল? ইটা বাজনার জন্য একটি আরটিআই করা হয়েছিল। যার উত্তরে জানা গিয়েছে ছাড় না দেওয়ায় এই বিপুল পরিমানলাভ হয়েছে রেলের।

RTI করতেই উঠে এল চমকে দেওয়া তথ্য

যেমনটা জানা যাচ্ছে, ২০ই মার্চ ২০২০ থেকে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ৩১.৩৫  কোটি সিনিয়ার সিটিজেন ভারতীয় রেলে সফর করেছেন। যার মধ্যে ১৮.২৭ কোটি পুরুষ, ১৮.০৬ কোটি মহিলা ও ৪৩ হাজারেরও বেশি তৃতীয় লিঙ্গে মানুষ ছিলেন। এক্ষেত্রে কনসেশন থাকলে যে টাকায় টিকিট কাটতে হত, তার থেকে ৮,৯১৩ কোটি টাকা দিতে হয়েছে যাত্রীদের। অর্থাৎ এটাই অতিরিক্ত লাভ।

আরও পড়ুনঃ ২৬,০০০ চাকরি বাতিল বিতর্কে নয়া মোড়, শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের

চন্দ্র শেখর গৌড়, যিনি এই আরটিআই করেছিলেন তিনি জানন, মার্চ ২০২০ থেকে একাধিক RTI দাখিল করেছি যার মধ্যে সবচেয়ে লেটেস্টটি করা হয়েছে মার্চ ২০২৫ সালে। এরপর রেলের অতিরিক্ত লাভের হিসাব দেখিয়ে তিনি বলেন, পুনরায় সিনিয়ার সিটিজেনদের জন্য দেওয়া কনসেশন চালু করা উচিত।

সঙ্গে থাকুন ➥