ভারতের একের পর এক চিনা মোবাইল অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর নেট দুনিয়ায় আরও সক্রিয় চিন। সেখানকার হ্যাকাররা বড় কিছু করার লক্ষ্যে রয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে বন্ধু দেশ জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করল ভারত। জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ৫ জি প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, সাইবার সিকিউরিটি, ‘ইন্টারনেট অব থিংস’ নিয়ে চুক্তি সাক্ষর হয়েছে।