ভিডিওতে দেখুনঃ ভারতীয় যুদ্ধ বিমানের মহরা, শূন্যে কেরামতি দেখাল রাফাল যুদ্ধ বিমান

আজ ছিল ভারতীয় বিমান বাহিনী দিবস। প্রতিবছর ৮ অক্টোবর পালিত হয়ে আসছে এই দিনটা। এই নিয়ে পা দিল ৮৮ তম বর্ষে। এদিনের মহরায় অংশ নিয়েছিল উল্লেখযোগ্যর তালিকায়ঃ দুটি চিনুক হেলিকপ্টার এবং এবারের প্রধান আকর্ষণ রাফাল যুদ্ধ বিমান। শূন্যে একেবারে অল্প জায়গার মধ্যে টার্ন নিয়ে দেখাল তার ক্ষমতা।

Avatar

Koushik Dutta

X