দুর্ঘটনায় মৃত্যু এবং আহতের সংখ্যা কমাতে নয়া নিয়ম লাগু করার ভাবনা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের। প্রস্তাবিত নয়া নিয়মে বলা হয়েছে, বাইক আরোহীরা সেই সমস্ত হেলমেটই শুধু ব্যবহার করতে পারবেন যা ভারতীয় সামগ্রী মানদণ্ডে উন্নিত। অর্থাৎ দোকান থেকে পছন্দ সই হেলমেট কিনে পরার দিন হয়তো এবার শেষ হতে চলেছে। হেলমেটের মান উন্নত হলে প্রাণহানির সম্ভাবনাও যে আগের থেকে কমবে তা বলাই বাহুল্য।