শীতের আগমনে বাড়ছে দুশ্চিন্তা, দিল্লির বাতাসে ফের দুষণের হানা

আশংকা সত্যি করে দিল্লির বাতাসে ফিরে এল দুষণ। শীতের আগমনে আগে থেকে বায়ু দুষণের আশংকা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। হলও তাই। বাতাসের দুষণ সূচক ছাড়িয়ে গিয়েছে ৩০০’র বেশি। যা ‘খুবই খারাপ’। ধোঁয়াশায় ভরে যাচ্ছে চারপাশ। উদ্বেগ সাধারণের মধ্যেও।

Avatar

Koushik Dutta

X