উত্তর প্রদেশের হাথরাসে ফের ধর্ষণ, এবার লালসার শিকার ৪ বছরের শিশু কন্যা
হাথরাস গণধর্ষণের ঘটনা ঘটার ১ মাস হতে না হতেই আবার ধর্ষণের অভিযোগ। এবার বিকৃতকাম লালসার শিকার ৪ মাসের এক শিশু কন্যা। ঘটনাটি মঙ্গলবার ১৩ অক্টোবরের। পুলিশের জালে ধৃত ১ আত্মীয়। রুজু হয়েছে মামলা।