গত ২৫ এপ্রিল ছিল সুরের জাদুকর অরিজিৎ সিং-এর(Arijit Singh) ৩৬ তম জন্মদিন। আড়ম্বরহীন এই জন্মদিনটাও তিনি নিজের মত করেই পালন করলেন। সে যাইহোক, একটা ব্যাপার নিশ্চয় সকলেই খেয়াল করেছেন যে লাইভ পারফরম্যান্সে বেশিরভাগ সময়ই মাথায় পাগড়ি বেঁধে মঞ্চ কাঁপান তিনি। এই পাগড়ি তিনি কেন পরেন?
কমবেশি সকলের মনেই এই প্রশ্ন উঁকি দিয়েছে যে অরিজিৎ সিং কেন পাগড়ি পরে থাকেন? এটা কী শুধুই স্টাইল নাকি পাগড়ির পিছনে রয়েছে কোনও বিশেষ কাহানি? আজকের প্রতিবেদনে সেটাই জানাবো পাঠকদের। তাহলে চলুন দেখে নিই কী কারণ?
প্রসঙ্গত, ২০২১-এর ৬ জুন প্রথমবার অনলাইন কনসার্টে পাগরি বেঁধে দেখা যায় অরিজিৎকে। তার কিছুদিন আগেই ১৯ মে মাতৃহারা হয়েছেন তিনি। কোভিডকে হারিয়ে দিলেও, হেরে গেছিলেন সেরিব্রাল অ্যাটাকের কাছে। সেই সময় জিয়াগঞ্জ থেকেই অনলাইন কনসার্ট করেছিলেন তিনি। আর তাতেই দেখা গেছিল এই পাগড়ি।
তারপর বেশিরভাগ কনসার্টেই তাকে পাগড়ি পরে দেখা যায়। আসলে অরিজিৎ-র কক্কর সিং জন্মসূত্রে একজন শিখ। যদিও তার মা বাঙালি কন্যা, তবে করোনার পর যখন মুম্বাই থেকে জিয়াগঞ্জে চলে এলেন তখন থেকেই শিখদের রীতি মেনে পাগড়ী পরতে শুরু করেন গায়ক।
প্রসঙ্গত উল্লেখ্য, অরিজিৎ-র আজকের এই রমরমা কিন্তু এত সহজে হয়নি। অনেকেই হয়ত জানেননা যে, পরিচালক সঞ্জয়লীলা বনশালীর হাত ধরে বলিউডে অভিষেক ঘটে অরিজিৎ-এর। কিন্তু, সেই গান মুক্তি পায়নি। তবে ‘মেরি আশিকি তুম হি’ এবং মার্ডার সিনেমার ‘মহব্বতে’ গান দুটি এনে দেয় কাঙ্খিত সাফল্য। তারপর থেকে সাফল্যর সিঁড়ি কেবল উপর দিকেই উঠে গেছে।