দেখুনঃ জলের তোড়ে ভেঙে পড়ল পাকা বাড়ি, অন্ধপ্রদেশের রাস্তা যেন কোনও পাহাড়ি নদী

নিম্নচাপের প্রভাবে ভারতের মধ্য ও দক্ষিণ ভাগের বহু জায়গায় হয়েছে নাগাড়ে বৃষ্টি। রাস্তায় দিয়ে ছুটছে জলের স্ত্রোত। কোথাও কোথাও বুক সমান জল। এরই মধ্যে এক ভিডিওতে দেখা গেল, জলের স্ত্রোতে ভেঙে পড়ছে আস্ত পাকা একটা বাড়ি। জলের চাপ সহ্য করতে পেরেই ভেঙে পড়েছে সেটি।

Avatar

Koushik Dutta

X