গরবা নাচেও বিষয় করোনা, পিপিই কিট পরেই আসর মাতাবেন পড়ুয়ারা

ঐতিহ্যবাহী গরবা নাচেও এবার মূল বিষয় করোনা অতিমারি। এবং সেই সঙ্গে করোনা যোদ্ধা। তাদেরকে শ্রদ্ধা জানাতে পিপিই কিট পরেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন একদল ছাত্র। পিপিই কিটগুলির উপর বিশেষ নকশা কেটে দিয়েছেন ফ্যাশন বিভাগের পড়ুয়ারা।

Avatar

Koushik Dutta

X