শাহ হুজেইব। কাশ্মীরের বদগামের এই যুবকের নাম এখন অনেকেই চেনেন। ফুটবল নিয়ে তার স্কিল, শিল্পর বহু ভিডিও জনপ্রিয়তা পেয়েছিল নেট দুনিয়ায়। ২০১৮ সাল থেকে নিজেকে গড়তে শুরু করেছিলেন তিনি। ইউরোপিয়ান ফুটবল স্কিল শিল্পীদের ভিডিও দেখে অনুপ্রাণিত হুজেইব। আন্তর্জাতিক স্তরেও তিনি এখন সম্মানিত একজন।