bollywood higest grossing film in indian history was dangal by aamir khan

যতই করুক সাউথ সাউথ! বলিউডের এই তারকার রেকর্ডের কাছে ফেল RRR থেকে KGF সব্বাই

বলিউডের (Bollywood) ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) আজও ভারতীয় (Indian Film) বক্স অফিসে রাজত্ব করে চলেছেন। তার এমন একটি রেকর্ড রয়েছে যা আজও কেউ ভাঙতে পারেনি। এমনকি আমির খানের এই রেকর্ডের সামনে ‘পাঠান’, ‘বাহুবলী'(Bahubali), ‘আরআরআর'(RRR) এবং কেজিএফ-(KGF)এর মতো ছবির গ্ল্যামারও ম্লান হয়ে যায়। জানতে চান কী সেই রেকর্ড?

প্রসঙ্গত উল্লেখ্য, আমির খান এমন একজন তারকা যিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বলিউডে একটানা নিজের ছাপ রেখে চলেছেন। আর সেটা শুধু ভারতেই নয়, বরং সারা বিশ্বে। তার কেরিয়ারে এখন পর্যন্ত একাধিক সুপারহিট ছবি রয়েছে। প্রচুর অর্থও উপার্জন করেছেন। সে কথা আলাদা যে গত কয়েক বছর ধরে বক্স অফিসে আমির খানের জাদু বিশেষ কাজ করছে না।

তবে এটা জানেন কি যে, আজ পর্যন্ত কোনো ছবিই আমিরের ‘দঙ্গল’ ছবির রেকর্ড ভাঙতে পারেনি। সত্যি বলতে এই ছবির কাছাকাছি পৌঁছানোও এত সহজ নয়। এখন পর্যন্ত বলিউড থেকে সাউথ ইন্ডাস্ট্রির একাধিক মেগা বাজেটের ছবি মুক্তি পেয়েছে, কিন্তু ‘দঙ্গল’কে ছাড়িয়ে যেতে পারেনি। IMDB-এর রিপোর্ট অনুযায়ী , ‘দঙ্গল’ সবচেয়ে বেশি আয় করা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে।

আমির খানের ‘দঙ্গল’র মোট কালেকশন ছিল ১৯২৪ কোটি টাকা। গোটা বিশ্বের মানুষ এই ছবিকে ব্যপক ভালোবাসা দিয়েছিল। কুস্তিগীর মহাবীর সিং ফোগাট এবং তার দুই কুস্তিগীর কন্যা গীতা ফোগাট এবং ববিতা কুমারীর বাস্তব কাহিনী পর্দায় দেখানো হয়েছিল এই ছবিতে। ছবিতে মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন আমির খান এবং গীতার চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা।

‘দঙ্গল’-এর পরে সর্বাধিক আয় করা ভারতীয় চলচ্চিত্রগুলির বিষয়ে কথা বললে, প্রভাসের ‘বাহুবলী 2: দ্য কনক্লুশন’ ১৭৪৯ কোটি আয়ের সাথে ২ নম্বরে রয়েছে। তৃতীয় নামটি হল রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ছবি ‘আরআরআর’। যার আয় ১২৩৪ কোটি টাকা। যশের ‘কেজিএফ চ্যাপ্টার 2’ চার নম্বরে রয়েছে। এই ছবিটি ১২০৭ কোটি টাকা আয় করেছিল। এদিকে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘পাঠান’ মোট ১০৪৬.৫ কোটি টাকার কালেকশন নিয়ে ৫ নম্বরে রয়েছে।

Avatar

Papiya Paul

X