গ্ল্যামার দুনিয়ার (Bollywood) ঝলকানিতে নিজের মন হারায়নি এমন মানুষ খুব কমই আছে। ওইরকম ঐশ্বর্য, অ্যাটেনশন কে না পেতে চায়। তবে ইন্ডাস্ট্রিতে ঢুকলেও কি সবাই টিকতে পারে? বলিউডে (Bollywood) পা রাখার পরেও অনেকেই ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে যান। তাদের পড়তে হয়েছে চরম আর্থিক সংকটে। জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা (Popular Actors Faced Financial Crisis Left Acting And Doing Other Job)। এমনি কয়েকজন অভিনেতার নাম দেওয়া হয়েছে এই তালিকায়।
আশীষ রায় (Ashiesh Roy) : ‘সসুরাল সিমর কা’ সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আশীষ রায়। তবে একটা সময় তার আর্থিক সমস্যা এমন পর্যায়ে চলে যায় যে তাকে অন্যের কাছে সাহায্যও চাইতে হয়।
আদিত্য নারায়ণ (Aditya Narayan) : কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)-এর ছেলে হলেন আদিত্য নারায়ণ। একটা সময় এমন এসেছিল যখন তার ব্যাঙ্কে মাত্র ১৮ হাজার টাকা পরেছিল। তবে তার এই দুরাবস্থা বেশিদিন স্থায়ী হয়নি।
সোলাঙ্কি দিবাকর (Solanki Diwakar) : ‘সোনচিরিয়া’ (Sonchiria), ‘ড্রিম গার্ল’ (Dream Girl), ‘তিতলি’ (Titli) এবং ‘কাদভি হাওয়া’ (Kadvi Hawa)-র পপুলার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সোলাঙ্কি দিবাকরকে। তবে তার আর্থিক দুরাবস্থার কথা হয়ত অনেকেই জানেননা।
শার্দুল পণ্ডিত (Shardul Pandit) : ‘বন্দিনী’ (Bandini) নামক ধারাবাহিকে অভিনয় করেছিলেন শার্দুল পন্ডিত। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা হওয়ার সত্ত্বেও আর্থিক সংকটে পড়েছিলেন তিনি। তার এই সমস্যা চলেছিল প্রায় ৮ মাস ধরে। তবে সেই সমস্যা কাটিয়ে আবারও কেরিয়ারে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।