এযাবৎ বহু তারকাই বলিউডে (Bollywood) নাম লিখিয়েছে, তবে গোবিন্দার (Govinda) জায়গা নিতে পেরেছে এমন কোনো নাম মাথায় আসছে কি? নেটিজেনদের মতে, গোবিন্দার জায়গা নিতে পেরেছে এমন তারকা এখনও আসেনি। ফিল্মি (Film) ব্যাকগ্রাউন্ড(Background) থেকে না এসেও যে উদাহরণ তিনি তৈরি করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে আজ আমরা আপনাদের এমন কিছু তথ্য দেব যা শুনলে সত্যিই অবাক হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ এই সময়কালে টিভি থেকে পর্দা সব জায়গাতেই গোবিন্দার রাজত্ব চলত। একটা সময় এমনও ছিল যখন তার বাড়ির সামনে পরিচালকদের ভিড় লেগে থাকত। কারণ গোবিন্দা থাকা মানেই সিনেমা হিট। ৯০ এর দশকের এমন কোনো বড় পরিচালক বা প্রযোজক নেই যার সাথে তিনি কাজ করেননি। তো কখনও কি মনে প্রশ্ন জেগেছে এই রকম একজন প্রতিভাবান অভিনেতা কেন সবার আড়ালে চলে গেলেন?
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ২০০১ সালে একটি বড় ভুল করে বসেন গোবিন্দা। আর তারপর থেকেই ডুবতে শুরু করে গোবিন্দার কেরিয়ার। একথা তো সকলেই জানেন যে, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অনিল শর্মার ‘গদর’ (Gadar) ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করেছিল। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন ‘গদর’ ছবির সাথে গোবিন্দের কী সম্পর্ক। তো চলুন জেনে নিই সেটা।
আসলে গদর ছবিটি সানি দেওলের কেরিয়ারকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিল। এক নতুন পরিচয়ে দিয়েছিল অভিনেতা সানি দেওলকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘গদর’ ছবির জন্য পরিচালক অনিল শর্মার প্রথম পছন্দ সানি দেওল ছিলেন না, বরং অনিল চেয়েছিলেন গোবিন্দকে প্রথমে কাস্ট করতে। তবে গোবিন্দা নাকি ভয় পেয়ে পিছিয়ে গেছিলেন।
সেইসময় গোবিন্দা মনে করেছিলেন, এত বড় পরিসরে একটি ছবি কীভাবে তৈরি হবে? অভিনেতা মনে করেছিলেন যে ভারতে পাকিস্তানের সেট তৈরি করা খুব কঠিন। তারপর এই ছবি থেকে সরে দাঁড়ান গোবিন্দা। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, এই ছবি প্রত্যাখান করাটা গোবিন্দর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তিনি যদি ছবিটা করতেন, তাহলে হয়তো তার কেরিয়ার ডুবে যেত না। কারণ ২০০১ সাল থেকেই গোবিন্দার কেরিয়ারের পতন শুরু হয়।