৯০-র দশকে এমন বেশকিছু সিরিয়াল(Serial) এবং টিভি শো এসেছিল যেগুলো চোখের সামনে এলে আজও নস্টালজিক হয়ে পড়ে মানুষ। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই টিভি শো গুলির সাথে। পরবর্তী সময়ে আরো নানা ধরণের সিরিয়াল এলেও এগুলির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি কেউই। এরকমই একটি জনপ্রিয় সিরিয়াল হল সিআইডি (CID)।
সোনি টিভিতে(Sony Tv) সম্প্রচারিত এই ক্রাইম থ্রিলারের ফ্যান ছিলনা এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। জেনে অবাক হবেন যে, এযাবৎ জনপ্রিয়তার নিরিখে টেলিভিশনের ইতিহাসে আইকনিক শো হিসেবে বিবেচিত হয় CID। দর্শকদের চাহিদার কথা ভেবে আজও পুনঃসম্প্রচার করা হয় এই শো-টির। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সিরিয়ালের কলাকুশলীদের ডায়লগ।
প্রসঙ্গত উল্লেখ্য, দয়া (Daya) , এসিপি প্রদ্যুম্ন (ACP Pradyumnaya) থেকে শুরু করে ইন্সপেক্টর অভিজিৎ (Avijit)-কে এখনও পর্দায় দেখা যায়। তবে এই সিরিয়ালের আরেক অভিনেতা বিবেক (Inspector Vivek) ওরফে বিবেক মাশরু (Vivek Mashru)-র খবর জানেন কি? সম্প্রতি অভিনেতার একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নস্টালজিক হয়ে পড়েছে ভক্তরাও।
এক ইউজার সোশ্যাল মিডিয়ায় বিবেকের ছবি শেয়ার করে লিখেছেন, “আপনি যদি তাকে চেনেন তাহলে আপনার শৈশবটি দুর্দান্ত ছিলেন।” ক্রমেই ভাইরাল হতে থাকে বিবেকের এই পুরোনো ছবিটি। এবং বিবেক এখন কোথায় সেটাও খোঁজাখুঁজি শুরু করে দেয় ভক্তরা। তো নজর এড়ায়নি খোদ বিবেক মাশরুরও। এরপর তিনি নিজেও একটি টুইট করেন।
বিবেক তার টুইট বার্তায় লেখেন, “আপনার ভালবাসা, দয়া এবং প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমার কাছে অনেক মূল্যবান এবং আমি আমার হৃদয় থেকে এটির প্রশংসা করি। অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা।” জানিয়ে রাখি, বিবেক এখন আর অভিনয়ের সঙ্গে যুক্ত নন। কিছু বছর আগেই এই দুনিয়াকে বিদায় জানিয়েছেন তিনি।
অভিনেতার লিঙ্কডিন প্রোফাইল ফলো করলে দেখতে পাবেন, তিনি এখন বেঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটিতে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে কাজ করছেন। পরিবারের সাথে সেখানেই থাকেন তিনি। আপাতত সম্পূর্ণ নতুন রুট এবং নতুন রুটিনে নিজেকে অভস্ত করে নিয়েছেন বিবেক।