দক্ষিণী তারকা(South Superstar) প্রভাসের (Prabhas) এখন সাড়ে সর্বনাশ অবস্থা। ভাগ্যদেবী যেন কোনোভাবেই এই তারকার সহায় হচ্ছেননা। ‘রাধে শ্যাম’ সিনেমা থেকে যে পতন শুরু হয়েছিল তা আজও অব্যাহত। একটার পর একটা ফ্লপ ছবির ধাক্কায় খানিকটা নড়বড়ে হয়েছে অভিনেতার কেরিয়ার। আর ‘আদিপুরুষ’ (Adipurush) কন্ট্রোভার্সি তো তারকার কেরিয়ার আরো একধাপ পিছিয়ে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এইমুহুর্তে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন প্রভাস। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদিপুরুষ’ নিয়ে যেরকম ঢাকঢোল নির্মাতারা পিটিয়েছিলন, ছবি রিলিজ হওয়ার পর দেখা গেল উল্টোচিত্র। ভারতীয় ফিল্মি ইতিহাসে ‘আদিপুরুষ’ প্রথম ছবি যার বিরোধীতা করছে ভারত এবং পড়শি দেশ নেপাল-ও।
ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। এইরকম একটা পৌরাণিক চরিত্রে অভিনয় করে প্রসংশার বদলে অভিনেতার কপালে জুটছে সমালোচনাই। বলে রাখি, ‘আদিপুরুষ’র জন্য প্রভাস নিয়েছিলেন ১০০ কোটি টাকা। যা শোনার পর কার্যত চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজনদের। কিন্তু এখন প্রশ্ন হল যে ৫০০ থেকে ৬০০ কোটির মত বিগ বাজেটের সিনেমা আদিপুরুষ কি তার ব্যয়ের টাকাটুকুও ঘরে তুলতে পারবে?
ছবি মুক্তির পর থেকেই যা সমালোচনা শুরু হয়েছে তাতে লভ্যাংশের মুখ দেখা তো দূরের কথা, মানসম্মান নিয়ে টানাটানি পড়েছে নির্মাতাদের। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি খবর। শোনা যাচ্ছে, ছবি ফ্লপ হওয়ার কারণে নাকি নিজের বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছেন প্রভাস!
অনেকেই প্রশ্ন তুলেছেন, খবরটা কি সত্যি? এখানে বলে রাখি খবরটি আংশিক সত্যি হলেও পুরোপুরি নয়। কারণ প্রভাস বাড়িভাড়া দিয়েছেন বটে, তবে সেটা ভারতের বসতবাড়ি নয়। ইতালিতে তার যে বাড়িটি রয়েছে সেটাই ভাড়া দিয়েছেন তিনি। যারা ইতালিতে ঘুরতে যান তাদের যাতে সুবিধা হয় সেই কারণেই বাড়িটি ভাড়া দিয়েছেন প্রভাস। সূত্রের খবর, বাড়িভাড়া বাবদ, প্রতিমাসে নাকি ৪০ লক্ষ টাকা আয় হয় অভিনেতার।