arijit singh shared why he sing the remake song of pasoori the answer will shock you

এই বিশেষ কারণে পসুরির রিমেক গাইতে রাজি হন অরিজিৎ! কারণ শুনলে আরো ভালোবাসবেন গায়ককে

Arijit Singh On Pasoori Remake: অরিজিৎ সিং-র (Arijit Singh) গাওয়া প্রতিটা গান শ্রোতারা আপন করে নিলেও, ‘পাসুরি’ (Pasoori) গানের রিমেক (Remake) একেবারেই সাড়া ফেলতে পারেনি। বরং অনুরাগীরা তো রীতিমত হতাশ হয়েছেন এই গান শুনে। অরিজিৎ-র গলায় এই রিমেক নিয়ে এখন আলোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের ঠেকে। সমালোচনার ঝড় তীব্র হতেই এবার মুখ খুললেন খোদ গায়ক। জানা গেল কেন তিনি গানটি গাইতে রাজি হয়েছিলেন।

আসলে সম্প্রতি অরিজিৎ-র আনভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একগুচ্ছ টুইট এবং স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। সেখানে তিনি লিখেছেন, একটি বিশেষ উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যেই এই চুক্তি সাইন করেছেন তিনি। সেখানেই এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, তিনি কেন এইরকম একটা চুক্তি স্বাক্ষর করেছেন? জবাবে অরিজিৎ যা বলেছেন তা শুনে চমকে গেছেন অনেকেই।

অরিজিৎ জানান, ‘এই গান থেকে পাওয়া টাকা সুবিধাবঞ্চিতদের জন্য একটি স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মাতা আমাকে। যা খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম একটু নয় গালি খেয়েই নি।’ পাশাপাশি অরিজিৎ প্রোপাগান্ডা নিয়ে বলেন, ‘সঙ্গীতপ্রেমী হিসেবে মানুষ কখনও চান না একজন শিল্পীকে নীচে নামিয়ে আনতে। বুঝুন এই সব প্রোপাগান্ডা। বরং ইন্ডাস্ট্রি তাদের সুবিধা অনুযায়ী একজন শিল্পী তৈরি করে এবং ভাঙে। আমরা লড়াই করি কারণ ওরা এচাই চায়।’

 এই থ্রেডে এক ইউজার লেখেন, ‘আমি জানি আপনি পসুরি গানের প্রতিক্রিয়ায় কষ্ট পেয়েছেন। আপনি রিমেক গান গাওয়ার জন্য নিজেকে দোষী ভাববেন না। লোকেরা তুলনা করতে ভালোবাসে। তবে বিশ্বাস করুন গানটির অন্য অর্থ রয়েছে এবং এটি সত্যিই খুব ভালো।’ গায়ক জবাব দেন, ‘না না, আমি সবসময়ই জানতাম এর প্রতিক্রিয়া এরকমই হবে। এবং আমি মোটেও দুঃখিত নই।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবারই সত্য প্রেম কি কথা’ সিনেমার এই গানটি সামলে এসেছে। আর তারপর থেকেই তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভালো মন্দ দুরকমই প্রতিক্রিয়া পেয়েছে গানটি। তবে এর মধ্যে মন্দের ভাগটিই বেশি। আসলে পছন্দের গায়কের গলায় এরকম একটি গান শুনে হতাশ হয়েছেন অনেকেই। জানিয়ে রাখি, ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা গান ছিল ‘পসুরি’। গানটি গেয়েছিলেন আলি শেঠি ও শাই গিল।

Avatar

Papiya Paul

X