ramanand sagar ramayan again start in television

‘আদিপুরুষ’ পুরো ঘেঁটে ঘ, টিভিতে ফিরছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’! রইল সম্প্রচারের দিনক্ষণ

বলিউড (Bollywood) নিয়ে বিতর্কের যেন অন্ত নেই। সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক জেন বেড়ে গিয়েছে বহুখানি। ‘পাঠান’-র পর ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্কের আঁচ বেড়েছে। দেশজুড়ে বিরাট অসন্তুষ্ট জনতা। প্রভু শ্রীরামের লীলাগাথা ‘রামায়ণ’-এর(Ramayan) আদলে তৈরি ‘আদিপুরুষ’ চলচ্চিত্রটি যেভাবে নির্মিত হয়েছে তাতে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। অবশেষে এল এক বড় সুখবর।

মিডিয়া সূত্রে খবর, দর্শকদের ‘আদিপুরুষ’র বাজে অভিজ্ঞতা থেকে মুক্ত করতে আবারো টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের (Ramanand Sagar) ‘রামায়ণ’ (Ramayana)। বিগত কয়েক দশক আগে সম্প্রচারিত হত এই শো। মাঝে করোনাকালে এবার ফেরানো হয়েছিল প্রোগ্রামটি। তবে পরিস্থিতি ঠিক হতেই আবার বন্ধ করে দেওয়া হয়। তবে এবার পাকাপাকি ভাবে কামব্যাক করছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’।

সূত্রের খবর, আগামী ৩ রা জুলাই থেকে শেমারু চ্যানেলে ফের সম্প্রচার শুরু হবে রামায়ণ এর। চ্যানেলের অফিশিয়াল সাইট থেকেই এই সুখবর জানানো হয়েছে। ইতিমধ্যেই একটি পুরোনো ক্লিপ শেয়ার করে লেখা হয়েছে, ‘বিশ্বখ্যাত পৌরাণিক সিরিয়াল রামায়ণ আবার ফিরে আসছে আমাদের দর্শক এবং অনুরাগীদের জন্য।’

Bollywood,Entertainment,Gossip,Ramanand Sagar,Ramayana,Adipurush,Ramanand Sagar Ramayana Will Telecast Soon,বলিউড,বিনোদন,গসিপ,রামানন্দ সাগরের রামায়ণ,রামায়ণ,রামানন্দ সাগর

‘আদিপুরুষ’ নিয়ে মানুষ যখন বীতশ্রদ্ধ ঠিক তখনই এই সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। বিষয়টা যেন, কাঠফাটা গরমের মধ্যে এক পশলা হিমেল হাওয়া। স্বাভাবিকভাবেই দর্শকরা ভীষণ উচ্ছ্বসিত এই শো নিয়ে। কমেন্ট বক্সে এক ইউজার এই নিয়ে লিখেছেন, ‘আদিপুরুষ ভাইরাসের প্রতিষেধক এসে গিয়েছে।’ অপর এক ইউজার লিখেছেন, ‘আদিপুরুষ দেখে যে ক্ষতি হয়েছে রামায়ণ দেখে সেটা পূরণ হবে।’

Bollywood,Entertainment,Gossip,Ramanand Sagar,Ramayana,Adipurush,Ramanand Sagar Ramayana Will Telecast Soon,বলিউড,বিনোদন,গসিপ,রামানন্দ সাগরের রামায়ণ,রামায়ণ,রামানন্দ সাগর

প্রসঙ্গত উল্লেখ্য, রামানন্দ সাগরের এই রামায়ণের দূরদর্শনে সম্প্রচার শুরু হয়েছিল ১৯৭৮ সালে‌। রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। এদিকে মাতা সীতার ভূমিকায় দেখা গেছিল দীপিকা চিখলিয়াকে। সেই সময় এই শো এতটাই হিট হয়েছিল যে পরবর্তীকালে লকডাউনের সময়ে আবারো টেলিভিশনে ফিরিয়ে আনা হয়। বর্তমান দিনে উন্নত প্রযুক্তি এলেও এই শো-কে এখনও কেউ টেক্কা দিতে পারেনি।

Avatar

Moumita

X