বি টাউনে (Bollywood) সম্পর্কের ভাঙা গড়া তো নতুন কিছু নয়। আজ যারা সুখী দম্পতি(Couple) কাল তারা অচেনা মানুষ, এমন উদাহরণ কম নয়। সুখী বৈবাহিক জীবন থাকা সত্ত্বেও অন্য সম্পর্কে ঝুঁকেছেন, এমন উদাহরণও প্রচুর। কেউ কেউ তো এমনও আছেন যারা প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। বি টাউনের এমনই ৬ সুপারস্টার কিন্তু অযোগ্য স্বামীর কথা বলব আপনাদের।
ধর্মেন্দ্র (Dharmendra) : বলিউডে পা রাখার আগেই প্রকাশ কৌরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ধর্মেন্দ্র। প্রথমপক্ষের মোট চারজন সন্তান রয়েছে তার। তবে এরপর হেমা মালিনীর প্রেমে পড়েন তিনি। প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করে ফেলেন তিনি। শোনা যায়, বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা।
সঞ্জয় খান (Sanjay Khan) : বলিউডের খ্যাতনামা অভিনেতা সঞ্জয় তার প্রথম স্ত্রী জারিনকে ডিভোর্স দেওয়ার আগেই জিনাত আমানকে বিয়ে করেছিলেন। শোনা যায় জিনাত এই বিষয়টা বিয়ের পরেই জানতে পেরেছিলেন। মিডিয়ার খবর, একবার হোটেলে প্রথম স্ত্রীর সামনেই জিনাতকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন সঞ্জয়। তারপরই ডিভোর্স হয়ে যায় তাদের।
মহেশ ভাট (Mahesh Bhatt) : বি টাউনের এই নামি পরিচালক যখন সোনি রাজদানকে বিয়ে করেন তখনও কিরণ ভাটের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। শোনা যায় পারভিন ববির সঙ্গে মহেশের সম্পর্কের কথা জানতে পেরে তাকে ছেড়ে চলে যায় কিরণ। আর তারপরেই সোনি রাজদানির সঙ্গে বিয়ে করেন তিনি।
উদিত নারায়ণ (Udit Narayan) : তালিকায় নাম রয়েছে খ্যাতনামা গায়ক উদিত নারায়ণেরও। জানা যায় প্রথম স্ত্রী রঞ্জনা ঝায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই দীপা গহত্রজকে বিয়ে করেন তিনি। এরপর আইনি পদক্ষেপও নেন রঞ্জনা। প্রথমে তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেন।
রাজ বব্বর (Raj Babbar) : সুপারস্টার রাজ বব্বরের নামও শামিল রয়েছে এই তালিকায়। প্রথম স্ত্রী নাদিরা জাহিরকে ডিভোর্স দেওয়ার আগেই স্মিতা পাটিলকে বিয়ে করেন রাজ। এরপর ছেলে প্রতীকের জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্মিতা। এরপর রাজকে নাদিরার কাছেই ফিরতে হয়।
সেলিম খান (Salim Khan) : ভাইজানের বাবার নামও রয়েছে এই তালিকায়। তিনি বলিউডের সেরা চিত্রনাট্যকারদের মধ্যে একজন। সলমনের মা সালমাকে ডিভোর্স না দিয়েই অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন সেলিম। প্রথম প্রথম অশান্তি তুমুল হলেও এখন দুই স্ত্রী-কে নিয়েই সুখে রয়েছেন তারা।