Bollywood Horribe Villain And Their Net Worth: একটা ছবি হিট হওয়ার পেছনে নায়কের ঠিক যেমন ভূমিকা থাকে, ঠিক ততটাই ভূমিকা থাকে ভিলেইনরও (Villain)। কারণ একজন ভিলেইন না থাকলে নায়কের ক্যারিশ্মা কখনোই প্রকাশ পাবেনা। সে অ্যাভেঞ্জার্স হোক কী শোলে, ছবিতে ভিলেইন থাকা চাই-ই। বলিউডে (Bollywood) এমন অনেক তারকা রয়েছেন যারা কেবল ভিলেইন চরিত্রে অভিনয় করেই বেনজির উদাহরণ গড়েছেন। জানেন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবথেকে দামি এবং ধনী ভিলেন কারা? রইল তালিকা।
প্রকাশ রাজ (Prakash Raj) : দক্ষিণ তথা ভারতীয় ইন্ডাস্ট্রির এক অভিজ্ঞ অভিনেতা হলেন প্রকাশ রাজ। বলে রাখি, বর্তমানে প্রকাশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৩৬ কোটি টাকা। একটি ছবিতে সাইন করার জন্য তার মিনিমাম চার্জ হল ২.৫ কোটি টাকা। এছাড়া রয়েছে টিভি শো, স্টেজ শো, বিজ্ঞাপন ইত্যাদি। বাড়ি গাড়ি ছাড়াও একটি ফার্ম হাউস রয়েছে প্রকাশের।
আশুতোষ রানা (Ashutosh Rana) : ‘দুশমন’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন আশুতোষ। এইমুহুর্তে আশুতোষ প্রায় ৭ মিলিয়ন ডলার তথা ৫৫ কোটি টাকার মালিক। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেও তিনি অনেক অর্থ উপার্জন করেন।
মুকেশ ঋষি (Mukesh Rishi) : মুকেশ মূলত কাশ্মীরের কাঠুয়ার ছেলে। বলিপাড়ায় ভিলেইন হিসেবে তিনি বিশেষ পরিচিত। এইমুহুর্তে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। এই অভিনেতাকে সাধারণত মুভি ছাড়া অন্য কোথাও বিশেষ দেখা যায়নি।
রানা দগ্গুবতী (Rana Daggubati) : ‘বাহুবলী’ খ্যাত খলনায়ক ভাল্লালদেব ওরফে রানা দগ্গুবতীও বিশেষ পরিচিত। এই মুহূর্তে তার বার্ষিক আয় ৮ কোটি টাকা বলে খবর। একটি ছবি সাইন করতে তিনি প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা চার্জ করেন বলে খবর। দীর্ঘ কেরিয়ারে প্রায় ৭০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন রানা।
আশিস বিদ্যার্থী (Asish Vidyarthi) : হিন্দি, মালায়ালাম, তেলেগু, তামিল, বাংলা ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন আশিস। সূত্রের খবর, এইমুহুর্তে প্রায় ৮২ কোটি টাকার মালিক। এইমুহুর্তে এক একটি ছবির জন্য ২৫ লক্ষ থেকে ১ কোটি টাকা উপার্জন করে থাকেন তিনি।