চেষ্টাচরিত্র অনেক করলেও মিঠুন (Mithun Chakraborty) পুত্রের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলিউড (Bollywood)। স্টারকিড মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো (Mimoh) কম চেষ্টা করেনি বা টাউনে পরিচিতি গড়ে তোলার। বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে ডেবিউ হলেও সেভাবে পসার জমাতে পারেননি তিনি। বহুদিন হল তিনি জেনে গেছেন যে, বলিউডের কাছ থেকে তার আর পাওয়ার কিছুই নেই।
যদিও শুরুটা মোটেও এরকম ছিলনা। ইন্ডাস্ট্রির প্রত্যেকেই যে তার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন এমনটাও নয়। জানা যায় দুই তারকার কাছে তো মিমো এখনও নিজেকে ঋণী মনে করেন। তাদের থেকে তিনি যে সাহায্য পেয়েছিলেন তা কখোনোই ভোলার নয়। কারা সেই তারকা? আর কী সাহায্যই তিনি পেয়েছিলেন?
জানা যায় এই দুই তারকা আর কেউ নয়, বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan) ও করণ জোহর (Karan Johar)। এক সাক্ষাৎকারে মহাক্ষয় ওরফে মিমো বলেন, ‘সলমন ভাই আমার বাবাকে খুব ভালবাসে। যখনই আমি তাকে মেসেজ করি, আমায় বলেন, ” হ্যাঁ দেখা করতে চলে আয়”, অনেক ভাল ভাল উপদেশও দেয়। আমার জন্য ও অনেক কিছু করেছে। কিন্তু দুঃখের বিষয় হল, যে যে প্রজেক্টে আমার কাজ করার ছিল, তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।’
সলমনের পাশাপাশি করণ জোহর সম্পর্কে মিমো বলেন, “করণ জোহরও আমাকে ও আমার ভাইকে অনেক সাহায্য করেছে। অনেক মানুষের সঙ্গে আলাপ করিয়েছে অনেক এজেন্সির সঙ্গে তাঁর দৌলতেই আমার পরিচয় হয়েছে। ওদের জন্যই আমার অনেকের সঙ্গে সাক্ষাৎ হলেও বাকিটা ভাগ্যের হাতে।”
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, মিমো নিজেও তার বাবার মত একজন বড় তারকা হতে চেয়েছিলেন। কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলেও যে তার মতোই সুপারস্টার হবে এমনটা মোটেও নয়। ‘জিমি’ ছবি দিয়ে ডেবিউ করেছিলেন। যদিও ছবিটি ফ্লপ হয়। এরপর তাকে দেখা যায় ‘হন্টেড’ ছবিতে। এই ছবিটি হিট হলেও এরপর আর তাকে সেভাবে দেখা যায়নি। কারণ স্টারকিড মানেই যে কাজ পাবে এই শিক্ষা তাকে মিঠুন চক্রবর্তী দেননি বলে জানান মিমো।