নিউজশর্ট ডেস্কঃ Kajol’s Name Would Have Been Something Else : বলিউডের(Bollywood) সেরা অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমে নাম থাকে কাজলের(Kajol)। তিন দশক থেকে ইন্ড্রাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। তার ঝুলিতে বহু সুপারহিট ছবি রয়েছে। কেরিয়ারের একদম টপ সময়ে অজয় দেবগণকে(Ajay Devgn) বিয়ে করেছেন কাজল। যদিও এই অভিনেত্রীর ব্যাপারে একটা জিনিস অনেকেই জানেন না। আজ সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে।
কাজলের যখন জন্ম হয় তখন তার জন্য অন্য নাম ভেবেছিলেন অভিনেত্রীর বাবা সোমু মুখার্জী। শেষ পর্যন্ত কাজলের মা তনুজার(Tanuja) জন্য তিনি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। কাজলের পরিবারের প্রায় সকলেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তার বাবা ছিলেন বাঙালি। আর তার মা তনুজার জন্ম মুম্বাইতে হলেও তিনি বহু বাংলা ছবিতে কাজ করেছেন। তার বোন তানিশা ও বলিউডে কাজ করেছেন। কিন্তু তিনি সেভাবে নাম কামাতে পারেনি।
১৯৭৪ সালে বোম্বেতে জন্ম হয় কাজলের। একটি সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা কাহিনী তুলে ধরেছিলেন তিনি। তার বাবার ইচ্ছে ছিল মেয়ের নাম মার্সিডিজ রাখার। কিন্তু তনুজা ভীষণ আপত্তি করায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তার বাবা। তাহলে কি ঠিক হলো কাজলের নাম?
অভিনেত্রী জানিয়েছেন, তার ঠাকুমা নিজের সব ছেলেমেয়েদের নাম একটা ডাইরিতে লিখে রাখতেন। সেখানে এই সোমু মুখার্জিকে ‘কাজল দাদা’ বলে ডাকা হতো। আর সেই থেকেই তার নাম হয় কাজল। তিনি জানিয়েছেন তার বাবা তাকে খুব ভালবাসতেন। এমনকি তিনি মেয়ের কোন দোষই দেখে দেখতে পারতেন না। মায়ের থেকে তার বাবাই তার কাছে বেশি আপনজন ছিলেন। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোমু মুখাৰ্জী।