west bengal weather and cyclone khanun falls in japan

সাবধান! ১৭৩ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘খানুন’, বাতিল ফ্লাইট, কি প্রভাব পড়বে বাংলার?

নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক দিন ধরে সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত(Rain)। কোথাও চলছে প্রবল বর্ষণ, কোথাও মাঝারি বৃষ্টি। বৃষ্টির জন্য ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাস্তাঘাটে জল জমে গিয়েছে। গতকাল সারারাত বৃষ্টির ফলে কলকাতা শহরের বিভিন্ন অংশে জল পুরো থৈথৈ। আর এতে করে বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের কারণে বুধবার পর্যন্ত বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের সমভূমি পেরিয়ে গঙ্গা নদী এবং উপনদী গুলোর উপর দিয়ে অগ্রসর হতে পারে। এই গভীর নিম্নচাপের সঙ্গে দেখা যাবে ঘূর্ণিঝড়।

জানা গিয়েছে, ঘন্টায় প্রায় ১৭৩ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে জাপানে আছড়ে পড়তে চলেছে বলে খবর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘খানুন’। আর এই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা হিসেবে জাপানের দক্ষিণাঞ্চলে প্রচুর ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইতিমধ্যেই একজন মানুষের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফ্লাইট বাতিল হওয়ার জন্য বিরাট সমস্যায় পড়েছেন পর্যটকেরা।

Avatar

Papiya Paul

X