নিউজশর্ট ডেস্কঃ Tollywood Actresses Married Several Times: বিনোদন জগতের মানুষদের সম্পর্কে জানার কৌতূহল থাকে ভক্তদের। টলিউডের নায়ক নায়িকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ সকলে র। আজকের এই প্রতিবেদনে টলিউডের নায়িকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। টলিউডের বেশ কয়েকজন নায়িকা রয়েছেন যারা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন।
শ্রাবন্তী চ্যাটার্জী(Srabanti Chatterjee): একাধিকবার বিয়ের প্রসঙ্গ উঠলে সবথেকে প্রথম নাম আসে টলিউডের সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর। এক দুবার নয় এখনো পর্যন্ত মোট তিনবার বিয়ে করেছেন তিনি। কোন সম্পর্কই টেকেনি তার। প্রথমবার রাজিব কুমার বিশ্বাসের সাথে বিয়ে হয়। এরপর একমাত্র ছেলে ঝিনুককে নিয়ে বিচ্ছেদ হয়ে যায় তাদের। তারপরেই কৃষ্ণ ব্রজ নামের এক মডেলের সঙ্গে বিয়ে হয়। কয়েক মাসের মধ্যেই সে সম্পর্ক বিচ্ছেদের পর রোশন সিং বলে একজনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। সেই সম্পর্ক এক বছর মাথাতে ভেঙ্গে যায়। এরপর অনেকজনের সঙ্গেই শ্রাবন্তীর নাম ধরালেও এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী।
ইন্দ্রানী হালদার (Indrani Halder): ১৯৯৩ সালে তার প্রথম বিয়ে হয় অমরেন্দ্র ঘোষের সাথে। এই সম্পর্কের মেয়াদ খুব কম ছিল। এই বিয়ে ভেঙ্গে যাওয়ার পর তিনি পেশায় বিমান চালক ভাস্কর রাযকে বিয়ে করেন। বর্তমানে দুজনেই সুখে সংসার করছেন।
রচনা ব্যানার্জি (Rachna Banerjee): টলিউড জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বিয়ে করেছিলেন ওড়িশা ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা সিদ্ধান্ত মহান্টিকে। সে সম্পর্ক এক বছরের মধ্যেই ভেঙ্গে যায়। এরপর তিনি প্রখ্যাত ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাদের এক ছেলেও রয়েছে। দুজনেই এখনো আলাদা থাকেন বলে জানা গেছে।
স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee): ১৯৯৮ খুব অল্প বয়সেই তিনি প্রমিত শ্রেণ নামক একজনকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সম্পর্ক বিচ্ছেদের পর স্বস্তিকার সঙ্গে জিতের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও বাস্তবে তা পরিণতি পাইনি। এরপরে সৃজিত মুখার্জির সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও এখন সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে আছেন স্বস্তিকা, এমনটাই জানা গিয়েছে।
নুসরাত জাহান (Nusrat Jahan): তিনি প্রথম বিয়ে করেন জনপ্রিয় ব্যবসায়ী নিখিল জৈন কে। বিয়ের এক বছরের মাথাতে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। তাদের একটি পুঁচকে ছেলে আছে।