স্টার জলসা নাকি জি বাংলা! টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সবথেকে বেশি পুরস্কার কার হাতে? রইল পুরো লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মত এই বছরেও অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award). গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। এদিন বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।  এদিন শহরের এক নামী পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বাংলা সিরিয়ালের(Bengali Serial) সঙ্গে যুক্ত সকলেই উপস্থিত ছিলেন। তবুও এদের মধ্যে থেকে সেরা হলেন কারা? কাদের মুকুটে উঠল সেরার শিরোপা? রইল সেই তালিকা –

সেরা অভিনেতা-অভিনেত্রী- এই বছরে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন অনুরাগের ছোঁয়ার সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। আর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। এছাড়া সেরা অভিনয় ক্যাটেগরিতে জয়ী হয়েছেন অভিনেতা কৌশিক সেন।

প্রিয় ছেলে- এই বিভাগে যুগ্মভাবে জয়ী হয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্কর ওরফে রাহুল মজুমদার (Rahul Majumder) এবং ‘গাঁটছড়া’র ঋদ্ধি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)।

সেরা বৌমা- এই বিভাগে জয়ী হয়েছেন সকলের প্রিয় সিরিয়াল  ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

সেরা মা-সেরা শাশুড়ি- সেরা মা বিভাগে জয়ী হয়েছেন গাঁটছড়া সিরিয়ালের জুন মালিয়া (June Malia) । আর সেরা শ্বাশুড়ির তকমা জিতেছেন  ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের লাবণ্য ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)

সেরা জুটি- এই বছরে সেরা জুটি হিসাবে যুগ্মভাবে জয়ী হয়েছেন দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া) এবং নীল ভট্টাচার্য-তিয়াশা লেপচা (বাংলা মিডিয়াম)।

Dibyojyoti Dutta

সেরা পরিবার- অবাক করে দিয়ে এই বছর তিনটে পরিবার সেরা পরিবারের পুরস্কার জিতেছে।  ‘অনুরাগের ছোঁয়া’, ‘গাঁটছড়া’, জি বাংলার ‘নিম ফুলের মধু’ও।

জনপ্রিয় ধারাবাহিক- যাদের মধ্যে প্রত্যেক সপ্তাহে লড়াই চলে তারাই এই বিভাগে জয়ী হয়েছেন। ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’।

এই বিভাগগুলি ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার রয়েছে। সেরা ভাই এবং বোন বিভাগে জিতেছেন প্রারব্ধী সিং (অনুরাগের ছোঁয়া) এবং অনুষ্কা গোস্বামী (গাঁটছড়া)। আবার সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রী হয়েছেন অরিজিতা মুখোপাধ্যায় (নিম ফুলের মধু) এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়। খলনায়ক ও খলনায়িকা চরিত্রে সেরা হয়েছেন অনিন্দ্য চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ, প্রিয়া পাল, অহনা দত্ত এবং রশ্মি ভট্টাচার্য। সেরা বয়স্ক জুটি বিভাগে পুরস্কার পেয়েছেন মিঠু চক্রবর্তী এবং অনিন্দ্য সরকার। আর আজীবন অবদানের স্বীকৃতি পেয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।

 

Papiya Paul

X