নিউজশর্ট ডেস্কঃ Rubel Das and Sweta Bhattacharya Marriage Update: বিনোদন জগতে একই সঙ্গে কাজ করতে করতে বহু তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায়। বাংলা টেলিভিশন(Bengali Serial) জগতে এরকম বহু তারকা রয়েছেন। যাদের মধ্যে বর্তমান সময়ের জনপ্রিয় জুটি হলো রুবেল দাস(Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য(Sweta Bhattachrya)। জি বাংলার(Zee Bangla) এই তারকা জুটি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’তে(Jamuna Dhaki) একসঙ্গে কাজ করতে করতে প্রেমে পড়েন রুবেল এবং শ্বেতা। যদিও তাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেই ছোটবেলা থেকে। যমুনা ঢাকি শেষ হবার পর রুবেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে রয়েছেন আর অন্যদিকে শ্বেতা এখন ওয়েব সিরিজের কাজে যুক্ত আছেন।
তবে এই ধারাবাহিকে শুটিং করার সময় দুই পায়ে গুরুতর চোট পান রুবেল। আর তাই বাড়িতে বসেই শুটিং করছেন তিনি। গত একমাস ধরে নিজের বাড়িতে থেকেই বিছানায় বসে বসে শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। আর অসাধারণ এডিটিং এর কামালে বোঝাই যাচ্ছে না যে দত্ত বাড়ির সকলের থেকে আলাদা হয়ে শুটিং করছেন রুবেল। তবে সে যাই হোক নিজের ১০০% দিচ্ছেন এই অভিনেতা।
আর এবার সংবাদ মাধ্যমের কাছে তার প্রেমিকার সঙ্গে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তার কেরিয়ার শুরুর গল্প থেকে ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছেন। এই মুহূর্তে তিনি পায়ে ব্যথায় কিছুটা কষ্ট পাচ্ছেন, তবুও অল্প অল্প করে পায়ের কিছু এক্সারসাইজ করছেন বলেও জানিয়েছেন।
তাদের বিয়ের পরিকল্পনা শুরু হলেও এই বছর তারা বিয়ে করছেন না। আগামী বছর বাজতে চলেছে শ্বেতা এবং রুবেলের বিয়ের সানাই। প্রসঙ্গত, এখন বাড়িতেই সপ্তাহে তিন দিন শুটিং করছেন অভিনেতা। শুটিংয়ের টিম তার বাড়িতে এসেই শ্যুট করে নিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে গল্পের ট্রাক একই রেখে সিরিয়াল এগোচ্ছে। টিআরপিতেও ভালো ফলাফল করছে ‘নিম ফুলের মধু’।