নিউজশর্ট ডেস্কঃ আগামীকাল অর্থাৎ বুধবার জন্মাষ্টমী(Janmashtami)। এই বিশেষ দিনে অপেক্ষায় থাকেন ভক্তরা। ভগবান শ্রীকৃষ্ণের(Sri Krishna) জন্মতিথি উপলক্ষে পূজা অর্চনায় মেতে থাকেন পূর্ণার্থীরা। তবে জন্মাষ্টমীর কিছু নিয়ম কানুন থাকে। যেগুলি সঠিকভাবে মেনে চললে একদিকে যেমন উপকার হয় ঠিক তেমনি সঠিকভাবে না মানতে পারলে জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে।
এই তিথিতে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে জীবনে অর্থ সমৃদ্ধি এবং সম্পদে ভরে ওঠে। তাহলে জেনে নেওয়া যাক জন্মাষ্টমী তিথিতে কি কি কাজ করা উচিত?
১) এদিন উপবাস গত পালন করলে সংকল্প করুন। সারাদিন শ্রীকৃষ্ণের নাম জপ করুন।
২) এদিনের এই পুণ্যতিথিতে দরিদ্র মানুষদের খাবার এবং বস্ত্র দান করা বিশেষ পুণ্যের কাজ। এই কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হবেন না আপনি। আপনার জীবনে সব সময় সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে।
৩) এদিন সাত্ত্বিক আহার ভোজন করুন। পেঁয়াজ রসুন মাছ মাংস এবং সূরা মত আহার এদিন সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।
৪) জন্মাষ্টমী পালনের অন্যতম গুরুত্বপূর্ণ দুই উপাদান হল দুধ এবং দই। বাড়িতে তৈরি মিষ্টি এবং প্রসাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন।
৫) উপবাস থাকার সময় চা, কফি এগুলো বারবার খান। এগুলো খেলে বদহজম হবার সম্ভাবনা থাকে। তাই এগুলো এড়িয়ে নারকেল জল বা ফলের রস খেয়ে আপনার উপবাস ভঙ্গ করতে পারে ন।
৬) জীব সেবা করা অন্যতম পুণ্যের কাজ। এদিন পশুদের খাবার ও জল দিন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন ভরে উঠবে।