দু-দুটো ঘূর্ণাবর্ত, দক্ষিণের এই জেলাগুলিতে রুদ্রমূর্তি নেবে আবহাওয়া! জারি হলুদ সতর্কতা

নিউজশর্ট ডেস্কঃ গতকালের মতো আজকেও ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকাতে। আগেই আবহাওয়া অফিস(Weather Office) জানিয়েছিল যে বেশ কিছুদিন এরকম বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

শুধু কলকাতা না, দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের শুরুতে দু দুটো ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রতিদিনই অল্পবিস্তর বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আজকেও রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘুর্ণাবর্ত অবস্থান করছে। যেটি আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Papiya Paul

X