সিরিয়ালে নতুন টুইস্ট, বরকে বরণের সময় গুলিবিদ্ধ মুকুট, ফাঁস সিরিয়ালের জবরদস্ত আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ Zee Bangla Mukut Serial New Promo: জি বাংলার(Zee Bangla) ‘মুকুট'(Mukut) ধারাবাহিকের জনপ্রিয়তা অন্যান্য সিরিয়ালগুলোর মত না হলেও এই ধারাবাহিক কমবেশি অনেক দর্শকই দেখেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া(Shraboni Bhunia) এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রীর অভিনয় গুণের প্রশংসা হলেও এই সিরিয়াল সেভাবে দর্শকদের মধ্যে জায়গা করতে পারেনি।

টিআরপি তালিকাতেও কোনদিনই সেরা দশে জায়গা করতে পারেনি এই সিরিয়াল।তাই বারে বারে এই সিরিয়াল বন্ধের ডাক উঠেছ। তবে একাধিকবার এই সিরিয়াল বন্ধের গুঞ্জন উঠলেও দিব্যি ধীরগতিতে এই সিরিয়াল চলছেই। নারী শক্তির উত্থানের গল্প নিয়ে এই সিরিয়াল শুরু হয়েছে।

এখানে এক মেয়ে দেবী মায়ের হাতে অস্ত্রের বদলে শান্তির প্রতীক ফুল তুলে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই মেয়েই অস্ত্র তুলে লড়াই করেছে। এভাবেই এগিয়ে চলেছে মুকুটের নানা গল্প।সম্প্রতি এই ধারাবাহিকের প্রমোতে নতুন টুইস্ট নিয়ে এসেছেন নির্মাতারা। ইতিমধ্যেই আগাম পর্বের কিছু ঝলক ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

যা দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকেরা। এখানে প্রমোতে দেখানো হয়েছে, মুকুটের স্বামী রায়ান বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। নিজের স্বামীকেই বরণ করার দায়িত্ব এসে পড়েছে মুকুটের উপর। বরণ করার সময় বিরাট কান্ড বাঁধবে।

বরণ ডালা নিয়ে বরণ করার সময় পেছন থেকে গুলি করা হবে মুকুটকে। তারপরেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়বে মুকুট। এই প্রমো দেখে দর্শকদের মধ্যে আলাদা এক উত্তেজনায় তৈরি হয়েছে। মুকুটের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে ভেস্তে যাবে রায়ানের বিয়ে? গুলিবিদ্ধ হয়েও প্রাণে বাঁচবে তো মুকুট? এরকমই নানা প্রশ্ন উকি দিচ্ছে দর্শকদের মনে। সমস্ত কিছুই দেখার জন্য মুকুটের আগামীর পর্বগুলো দেখতে হবে দর্শকদের।

Papiya Paul

X