নিউজশর্ট ডেস্কঃ এখন প্রত্যেকের কাছেই স্মার্ট ফোন রয়েছে। আর এই ইন্টারনেটের যুগে স্মার্ট ফোন(Smart Phone) থাকা মানেই নিত্যনতুন ভাইরাল জিনিস সামনে চলে আসে। ঠিক যেমন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া(Social Media) গ্রাহকরা ধাঁধা বা অপটিক্যাল ইল্যুশনে মজে রয়েছেন। এই অপটিক্যাল ইলিউশন(Optical Illusion) এমনই এক মজার জিনিস, একবার চোখে দেখলে উত্তর না খুঁজে পারা যায় না।
তবে কেউ কেউ খুব সহজে এই সমস্ত ধাঁধার সমাধান করতে পারেন। আবার কোন কোন ব্যক্তির এই ধাঁধার সমাধান করতে হিমশিম অবস্থা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা একটি নতুন অপটিক্যাল ইলিউশনের খোঁজ নিয়ে চলে এসেছি।
এখানে ছবিতে একগুচ্ছ লাল হার্টের ইমোজির মধ্যে একটি অন্যরকমের হার্ট ইমোজি রয়েছে। আপনি যদি ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি জিনিয়াস। যদিও এই ধাঁধার উত্তর বহু মানুষই দিতে পারেননি। এর কারণ এই উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত মুশকিল।
একই রকমের প্রত্যেকটি হার্টের মধ্যে একটি মাত্র হালকা বদলানো হার্ট রয়েছে। আপনি খুঁজে পেতে শুরু করুন। একটু ভালো করে মনোনিবেশ করতে পারলেই আপনি এই ধাঁধার উত্তর দিতে পারবেন। তাই আর ভাবনা চিন্তা দূর করে এই ধাঁধার উত্তর খুঁজে বের করুন।
চলুন তাহলে আপনার সুবিধার জন্য আমরা আপনাকে সাহায্য করছি। এই একগুচ্ছ লাল হার্টের মধ্যে প্রথম লাইনেই ৫ নম্বর হার্টটি আলাদা রয়েছে। এবার খুঁজে পেলেন তো! নিশ্চয়ই চোখের সামনে থেকে বেরিয়ে গেছিল।