একের পর এক সুপারহিট সিরিয়ালের হিরো, এবার ‘জল থই থই ভালোবাসা’তে দেখা যাবে এই হ্যান্ডসাম অভিনেতাকে!

নিউজশর্ট ডেস্কঃ বেশ কয়েকমাস পর টেলিভিশনের পর্দায় আবার কামব্যাক করছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের লক্ষ্মী কাকিমা ওরফে অভিনেত্রী অপরাজিতা আঢ্য(Aparajita Auddy)। এবার অবশ্য জি বাংলা(Zee Bangla) নয়, স্টার জলসার(Star Jalsa) পর্দায় নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’তে(Jol Thoi Thoi Valobasa) দেখা যাবে তাকে। ইতিমধ্যে এই সিরিয়ালের প্রমো শেয়ার করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এখানে একজন মা এবং মেয়ের গল্প দেখানো হবে।

এই সিরিয়ালে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরি বসু। যিনি নাচ গান আবৃত্তি সবেতেই তুখোড়।এর পাশাপাশি সংসারও সামলানোতে ওস্তাদ তিনি। আর তার মেয়ে তোতা বর্তমান সময়ের তরুণী, তাই সকাল সকাল উঠেই ব্লগ বানাতে শুরু করে দিয়েছেন। এমনই মিষ্টি একটা প্রমো শেয়ার করেছে স্টার জলসা।

গত শনিবার স্টার জলসার তরফ থেকে এই নতুন সিরিয়ালের প্রমো শেয়ার করা হয়েছে। এই প্রমোতে দেখানো হয়েছে, রান্নাঘরে অপরাজিতা নিজের মতো নাচছেন এবং সঙ্গে গাইছেন মম চিত্তে। ঐদিকে তার মেয়ে তোতা স্মার্টফোন হাতে নিয়ে ব্লগিং করতে ব্যস্ত। এরপরেই তোতা জানায় তার বাড়ির হোম মিনিস্টার হল তার মা। নাচ, গান, আবৃত্তি সবকিছুতেই নাকি ওস্তাদ তিনি। শুধু প্রোমো নয়, এর পাশাপাশি আগামী ২৫ শে সেপ্টেম্বর রাত ন’টা থেকে এই সিরিয়াল সম্প্রচারিত হবে বলেও জানানো হয়েছে।

এখানে অভিনেত্রীর মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অনুশা বিশ্বনাথনকে। এই সিরিয়ালের মধ্যে দিয়ে এই ছোটপর্দায় ডেবিউ হচ্ছে তার। এর আগে একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। নায়িকা এবং প্রধান চরিত্র তাদের সম্পর্কে তো জানা গেল। এবার প্রশ্ন হচ্ছে নায়ক হিসেবে দেখা যাবে কোন তারকাকে?

জানা গিয়েছে, এই সিরিয়ালে নায়ক হিসেবে ফিরছেন অভিনেতা অর্ণব ব্যানার্জি। যাকে শেষ বার দেখা গিয়েছিল ‘আলতাফড়িং’ ধারাবাহিকে। এবার নতুন সিরিয়ালে এই নতুন জুটিকে কেমন মানাবে তা আগামী দিনে বোঝা যাবে।

Papiya Paul

X