মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেই শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, লাভ হবে প্রচুর প্রচুর টাকা

নিউজশর্ট ডেস্কঃ New Business Idea With Smartphone: বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে কেউ আর শুধুমাত্র চাকরির(Service) উপর নির্ভরশীল নয়। চাকরির পাশাপাশি ব্যবসা করেও কিছু অর্থ উপার্জন করতে চান বর্তমান প্রজন্ম। ছেলেমেয়ে নির্বিশেষে নির্ভরশীল হওয়ার জন্য ব্যবসার(Business) দিকে ঝুঁকছেন সকলেই। অনেকেই এই ব্যবসা করতে গিয়ে আবার থামতে বাধ্য হন। এর কারণ অনেকেই মনে করেন ব্যবসা করার জন্য মোটা অংকের টাকা ইনভেস্ট(Investment) করার প্রয়োজন।

আজ আমরা আপনাদেরকে এই সমস্যার এক সমাধান বলব। যেখানে খুব অল্প পুঁজি দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই বিজনেস আইডিয়া(Business Idea)সম্পর্কে জানতে হলে আপনাকে প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়তে হবে। এই ব্যবসা করার জন্য প্রয়োজন হবে একটি স্মার্টফোন প্রয়োজন। বর্তমানে প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। আর তাই স্মার্টফোনের বিভিন্ন এক্সেসরিজের চাহিদা বাজারে প্রচুর।

ফোন চার্জার, হেডফোন, ব্যাটারি, ব্লুটুথ স্পিকার সমস্ত কিছুই এখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে পড়েছে। তাই আপনি চাইলে এই সমস্ত সামগ্রীগুলো বিক্রি করে লাভ করতে পারেন। কিছু, পণ্য কিনে দেখুন। তারপর সেগুলো বিক্রি দেখে আবার ধীরে ধীরে স্টক বাড়ান।  আপনার কাছে যদি বড় দোকান করার পয়সা না থাকে ,তাহলে ছোট্ট একটি দোকানের মধ্যেও সুন্দরভাবে আপনি এই কাজ শুরু করতে পারেন।

যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে বাড়ি বসেও এই ব্যবসা শুরু করা যাবে। এখন অনলাইনে প্রচুর মানুষ জিনিসপত্র কেনাবেচা করে। তাই সে ক্ষেত্রে ব্যবসার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই অনলাইন। বাড়িতে বসে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিয়োগ করে ছোট ব্যবসা শুরু করতে পারেন। প্রতি মাসে আপনি ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসা দিয়ে। তাহলে এবার সমস্ত কিছু পর্যালোচনা করে শুরু করে নিতে পারেন এই ছোট ব্যবসা।

Papiya Paul

X