যেমন লুক, তেমন ফিচার্স, 12 জিবি RAM নিয়ে হাজির OPPO A2 PRO, দাম জানলে চমকে যাবেন আপনিও

নিউজশর্ট ডেস্কঃ দুদিন আগেই নতুন আরেকটি স্মার্টফোন মডেল লঞ্চ করেছে OPPO, EI মডেলটির নাম OPPO A2 Pro. আন্টি কোম্পানির হোম মার্কেট চিনে বের করা হয়েছে। বিশেষ বিশেষ কিছু ফিচারস হয়েছে এই ফোনে। চলুন তাহলে এই ফোনের দাম ফিচারস এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে জানাই।

OPPO A2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার্স: 

স্ক্রিন:  এই ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড .70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করতে সক্ষম। 950 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে এই ফোন।

স্টোরেজ: RAM expansion technology দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। এটির জন্য ফোনের ফিজিক্যাল RAM এর সঙ্গে 12GB virtual RAM যোগ হয়, যার ফলে এই ফোনে মোট 24GB RAM-এর পারফরমেন্স পাওয়া যায়।

প্রসেসর:  অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর আছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার আছে।

ক্যামেরা: এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6 এবং Bluetooth 5.3 দেওয়া হয়েছে।

চীনে OPPO A2 Pro ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথম মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের দ্বিতীয় ভাগে 12GB + 256GB মেমরি এবং আর সবথেকে টপ মডেলে 12GB + 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Desert Brown, Dusk cloud purple এবং Vast Black কালার অপশনে পাওয়া যাচ্ছে। এখনো এই মোবাইলের দাম ঘোষণা করা না হলে, মনে করা হচ্ছে এই মডেলের দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু হবে।

Papiya Paul

X