নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’র(Anurager Chhowa) সাম্প্রতিক পর্বগুলো মন জয় করে নিয়েছে দর্শকদের। বলা যায় এই পর্ব গুলো দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। বিগত কয়েক মাস ধরে টিআরপি(TRP) তালিকাতে সেরার জায়গা দখল করেছে এই সিরিয়াল। তবে বারবার সূর্য(Surjo) এবং দীপার(Deepa) ভুল বোঝাবুঝি দেখতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন দর্শকদের একাংশ।
তবে এবার সব সত্যিই প্রকাশ্যে এসেছে। মিটে গেছে ভুল বোঝাবুঝি। তাই দর্শকদের মন রাখতে সিরিয়ালের ট্র্যাকে বহু প্রতীক্ষিত এই পর্ব নিয়ে আসা হয়েছে। মিশকার কোন ষড়যন্ত্রের শিকার না হয়ে অবশেষে সমস্ত সত্যের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে সূর্য। মেয়েদের ডিএনএ টেস্ট করাতেই সূর্যের সামনে আসে যে সোনা এবং রুপা তার নিজেরই সন্তান। কাউকে ঠকাইনি দীপা। এমনকি দীপা এতদিন যা বলে গিয়েছিল সমস্ত কিছুই সত্যি।
তবে সত্যি প্রকাশ্যে আসলেও দীপার মন থেকে এসব পুরনো স্মৃতি মুছে যায়নি। দীপা দুর্ঘটনার পর শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এখন দীপার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো হলেও মন একেবারেই ভেঙে গিয়েছে। তাই সূর্য যখন সমস্ত সত্যি জেনে দীপার কাছে ক্ষমা চাইতে যায় তখন দীপা তাকে ফিরিয়ে দেয়। তখন স্পষ্ট করে সূর্যকে বলে যে সে চেয়েছিল তাদের মেয়েদের জন্য সূর্য সমস্ত শক্তিটা জানুক এবং মেয়েদের মেনে নিক।
সে এতদিন পর্যন্ত নিজের আত্মসম্মান যেভাবে মেনে এসেছে এখনো তাই মানবে তাই আর সে সূর্যর জীবনে ফিরতে চায় না। এরপর পরিবারের সকলের অনুরোধে শেষ পর্যন্ত সেনগুপ্ত বাড়িতেই যেতে বাধ্য হয় দীপা। সে সূর্যকে এখনো ক্ষমা করতে পারেনি। ওইদিকে মিশ সূর্যর এই ব্যবহার দেখে তেলেবেগুনে জ্বলছে। সে এখনো জানতে পারেনি যে সূর্য সমস্ত শক্তি জেনে গিয়েছে। আজকের এই পর্বে দেখানো হবে অবশেষে সেনগুপ্ত বাড়িতে নিজের মেয়েদের নিয়ে প্রবেশ করবে দীপা, তাকে বরণ করে নেওয়া হবে। আগামী দিনে কি কি টুইস্ট আসতে চলেছে সেটা সময় বলবে।