ধামাকা অফার, ২০০ টাকার কমে পেয়ে যাবেন JIO-র এই রিচার্জ প্ল্যানগুলি, মিলছে অফুরন্ত ডেটা

নিউজশর্ট ডেস্কঃ 5 Jio Recharge Plans: টেলিকম ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করছে রিলায়েন্স জিও(Jio)। মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা লঞ্চ হবার দিন থেকেই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। আর প্রত্যেকটি প্ল্যানেই থাকে লোভনীয় সুযোগ-সুবিধা। এ কারণে ভারতের সবথেকে বেশি গ্রাহক জিও ব্যবহার করে থাকেন।

এই প্রতিবেদনে জিওর এমন কিছু ডেইলি প্ল্যান আপনাদেরকে জানাবো যেগুলো আপনাকে একাধিক সুযোগ-সুবিধা সহ প্রচুর পরিমাণে ডেটা দেবে। আপনি চাইলে বিচার বিবেচনা করে এই প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। চলুন তাহলে এই প্ল্যানগুলোর সম্পর্কে বিস্তারিত বলা যাক।

১)১৪৯ টাকার রিচার্জ প্ল্যান: জিওর সবথেকে সস্তা প্ল্যান এটি। এই প্ল্যানের বৈধতা থাকে ২০ দিনের জন্য। এতে আপনি প্রতিদিন ১ জিবি করে ডাটা পাবেন। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুবিধা। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড অ্যাক্সেস করার সাবস্ক্রিপশন একেবারেই বিনামূল্যে পেয়ে যাবেন।

২) ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা থাকবে ২৪ দিনের জন্য। এই প্ল্যানের ওই ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মতোই। এই প্ল্যানে আপনি বৈধতা বেশি দিনের পাবেন।

৩) ১৯৯ টাকার প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা অপবেন। এছাড়া আনলিমিটেড কল ও দৈনিক ১০০টি করে এসএমএস করার সুযোগ সুবিধা পাবেন।  এছাড়া জিও অ্যাপ গুলির ফ্রিতে পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৩ দিনের।

৪) ২০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে রোজ ১ জিবি করে ডেটার সাথে আনলিমিটেড কল,  রোজ ১০০ টি করে এসএমএস এবং নির্দিষ্ট কিছু জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিনের জন্য।

৫)  ২৩৯ টাকা রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে আপনি ১. ৫ জিবি করে ডাটা পাবেন প্রতিদিনের জন্য। আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস করার সুযোগ সুবিধা থাকবে। এর সাথে পাবেন জিও অ্যাপের সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য।

Papiya Paul

X