ছেলে নয়, ফের বৌমার সঙ্গ দিলো লাবণ্য সেনগুপ্ত, ‘এমন শ্বাশুড়ি পাওয়া ভাগ্যের’, বলছেন দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ সূর্য(Surjo) এবং দীপার(Deepa) মিল হওয়ার পর এখন উৎসবের পরিবেশ সেনগুপ্ত পরিবারে(Anurager Chhowa)। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এই বিশেষ দিনে এসে দাঁড়িয়েছে গোটা পরিবার। একের পর এক খারাপ পরিস্থিতি পেরিয়ে একসাথে হয়েছে সূর্য এবং দীপা। সেই শুরুর সময় থেকেই সূর্যকে আসল সত্যি বোঝানোর চেষ্টা করেছে দীপা। কিন্তু মিশকার একের পর এক চক্রান্তের ওপর বিশ্বাস করে দুজনের সম্পর্ক একেবারে শেষ হতে চলেছিল।

নিজেকে বারবার অক্ষম মনে করত সূর্য। তাই অবশেষে যখন সোনা এবং রুপা তার নিজেরই সন্তান এই প্রমাণ মিলেছে তখন দীপার কাছে বারবার ক্ষমা করার জন্য অনুরোধ করতে থাকে সে। তবে মিশকার জন্য একই সাথে চারটে জীবন এত বছর ভীষণ কষ্টে কেটেছে, সূর্য-দীপা-সোনা এবং রুপা সকলেই এই চক্রান্তের শিকার হয়েছে। দীপা কবিরকে দাদা হিসেবে ডাকলেও মিশকার জন্যই কবিরের সঙ্গে দীপার নোংরা সম্পর্ক তৈরী করেছিল সূর্য। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।

ডিএনএ টেস্ট করে সূর্য জানতে পেরেছে সোনা এবং রুপা সূর্যের বায়োলজিকাল বাবা। এত কিছু পেরিয়ে বাড়ির সকলের অনুরোধে অবশেষে সেনগুপ্ত বাড়িতে আসতে রাজি হয়েছে দীপা। কিন্তু এখনো সে সূর্যকে ক্ষমা করতে পারেনি, সূর্য দীপার উপর এতদিন যা যা করেছে তা একেবারেই ক্ষমার অযোগ্য। নিজেও সেটা উপলব্ধি করে বারবার দীপার কাছে ক্ষমা চাওয়ার জন্য উঠেপড়ে লাগে সে।

তবে এরপরই লাবণ্য দীপাকে বলে যে সে সূর্যকে এবার পরীক্ষা নিয়ে তবেই ক্ষমা করুক। এবার সূর্যের পরীক্ষা দেওয়ার পালা, সূর্য আদৌ ক্ষমা পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করে তবেই দীপা যাতে ক্ষমা করে। লাবন্যর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় দীপা, কিভাবে সূর্যকে পরীক্ষা নেওয়া যায় সে কথা ভাবতে থাকে সে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সূর্য লাবণ্যর মা হওয়া সত্ত্বেও সে কিন্তু নিজের বৌমা দীপার সাথ দিয়েছে, এমনকি নিজের ছেলের ভুলটাও মেনে নেয়নি আর এমন শাশুড়িরই প্রশংসা করছেন দর্শকেরা। প্রত্যেক শ্বশুরবাড়িতে লাবণ্যের মতো শাশুড়ি থাকলে কেউ মায়ের অভাব অনুভব করতেন না এমনটাই মনে করছেন দর্শক। আগামী দিনে মিশকা আবার নতুন কি চক্রান্ত করে সেটাও ভাবাচ্ছে দর্শকদের। কারণ মিশকা এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়।

Papiya Paul

X