একটা বোতাম টিপলেই বাড়ি হবে WiFi জোন, একদম কম দামে Jio Airfibre লঞ্চ করলেন মুকেশ আম্বানি!

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের জন্য সবসময়ই নিত্যনতুন অফার নিয়ে আসে মুকেশ আম্বানির(Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স জিও(Reliance Jio)। এবারও গ্রাহকদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে। আপনিও যদি জিওর গ্রাহক হয়ে থাকেন, অবশ্যই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। গণেশ চতুর্থীর বিশেষ দিনে নতুন জিনিস লঞ্চ করল রিলায়েন্স জিও। গণেশ চতুর্থী উপলক্ষে দেশের আটটি মেট্রো শহরে জিও এয়ার ফাইবার(Jio Airfibre) চালু করেছে।

জিও এয়ার ফাইবার একটি ইন্ট্রিগেটেড এন্ড-টু-এন্ড সল্যুশন যা হোম এন্টারটেইনমেন্ট, হাই স্পিডের ব্রডব্যান্ড পরিষেবা এবং স্মার্ট পরিষেবা প্রদান করবে। আজ জিও দেশের আটটি মেট্রো শহর যথাক্রমে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, কলকাতা, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করেছে। এদিন বাজারে দুটো প্ল্যান লঞ্চ করেছে জিও। এই দুটি প্ল্যানের নাম হল AirFibre এবং AirFibre Max.

এই প্ল্যানে আপনি দুই ধরনের স্পিড প্ল্যান পাবেন। এই স্পিড হল 30Mbps এবং 100Mbps, এবার জেনে নেওয়া যাক, এই প্ল্যানগুলির দাম কত?  ৩০ এমবিপিএস প্ল্যানের দাম ৫৯৯ টাকা করা হয়েছে। ১০০ এমবিপিএস প্ল্যানের দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। এই দুটি প্ল্যানেই গ্রাহক ৫৫০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি বিনোদনমূলক অ্যাপ্লিকেশন পাবেন।

এছাড়া আপনি ১১৯৯ টাকার প্ল্যানও রেখেছে। এই প্ল্যানের মধ্যে নেটফ্লিক্স, অ্যামাজন এবং জিও সিনেমার মতো বিনোদনমূলক পরিষেবাও পাবেন।  আর যাদের  বেশি ইন্টারনেট স্পিড চান তারা ‘এয়ার ফাইবার ম্যাক্স’ প্ল্যানের অপশনটি বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে জিও ৩০০ এমবিপিএস থেকে ১০০০ এমবিপিএস অর্থাৎ ১ জিবিপিএস পর্যন্ত তিনটি প্ল্যান চালু করেছে।

২৪৯৯ টাকা দিলে আপনি ৫০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেটের স্পিড পাবেন। এছাড়া আপনি যদি 1Gbs স্পিডের প্ল্যান নিতে চান, তাহলে ৩৯৯৯ টাকা দিতে হবে আপনাকে।

Avatar

Papiya Paul

X