আর শুধু দার্জিলিং নয়, পুজোর ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি জঙ্গলে, মিলবে মনের শান্তি

নিউজশর্ট ডেস্কঃ New Offbeat Location Near Darjeeling: দার্জিলিং(Darjeeling) তো বহুবার গেছেন। দার্জিলিং এর সামনে এক বিরাট পাহাড়ি জঙ্গল(Jungle) রয়েছে। এই জায়গার কথা আগে শুনেছেন? অনেকে সেই জায়গার কথা এখনো জানেন না। পাহাড়ের কোলে একদম নির্জন নিরিবিলিতে অনুভব করতে পারবেন জঙ্গলের স্বাদ। ডুয়ার্সের জঙ্গল থেকে পাহাড়ের এই জঙ্গল একেবারেই আলাদা।

এইবার ঘুরতে গেলে আর শুধু দার্জিলিংয়ের পাহাড় নয়, এই জঙ্গল থেকে একবার ঘুরে আসতে পারেন। আজকের এই প্রতিবেদনে নতুন অফবিট লোকেশন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো হলো। এই জায়গাটির নাম মাজুয়া(Majua)। সিঙ্গালিলার একদম কাছেই রয়েছে এই জঙ্গল। ইতিমধ্যেই এখানে থাকার জন্য ছোট ছোট কটেজের ব্যবস্থা করেছে বন দফতর। এখানের সৌন্দর্য দেখলে আপনার মনে হবে সিনেমার কোন জঙ্গলে আপনি এসেছেন।

চারিদিকে বড় বড় গাছ সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বড় বড় ও পাইন গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি নদী। সেখানের নিস্তব্ধতা এতটাই যে নদীর জলের কলকল শব্দ সারাদিন জুড়ে শুনতে পাবেন। এই ঘন জঙ্গলেও আপনার থাকার জন্য সমস্ত দিক থেকে সুব্যবস্থা করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের মাধ্যমে বিদ্যুৎ সবসময়ই থাকে এখানে। ভোরবেলা থেকে একেবারে বিকেল পর্যন্ত এই কটেজের বারান্দায় বসেই আপনার সময় কেটে যাবে।

আর দিনে দিনে জঙ্গলে হেঁটে চারিপাশটা ঘুরেও দেখতে পারেন। এখানে খরস্রোতা নদীর ধারে একটি সেতু আছে। সেখানে দাঁড়িয়ে আপনি নিজের এবং পারিপার্শ্বিক পরিবেশের ছবি, ভিডিও সবই তুলে নিতে পারেন। দিনের বেলা এখানের সৌন্দর্য একরকম আর রাতের বেলা অন্যরকম। রাতের সৌন্দর্য এতটাই আলাদা যে আপনি ঠিক থ্রিলার সিনেমার উপলব্ধি হবে। অন্ধকারের মধ্যে আপনি ঝিঝিঁ পোকার ডাক শুনতে পাবেন। একদম ঘন কালো অন্ধকারে আপনি অনায়াসে একটা দিন কাটিয়ে দিতে পারেন।

কিভাবে যাবেন? 

প্রথমে এনজিপি স্টেশনে আপনাকে যেতে হবে। সেখান থেকে শেয়ার গাড়িতে চলে যেতে পারেন মাজুয়া। জনপ্রতি খরচ ১৫০০-২০০০ টাকার মধ্যে। তাই এই পুজোতে একদিনের জন্য ঘুরে আসতে পারেন দার্জিলিঙের এই পাহাড়ি জঙ্গলে।

Papiya Paul

X