ফের ভাঙবে সূর্য-দীপার সংসার! সূর্যের সন্তানের মা হতে যাচ্ছেতাই করবে মিশকা, ফাঁস ধামাকা পর্ব

নিউজশর্ট ডেস্কঃ এবার আরো বড়োসড়ো ধামাকা করতে চলেছে মিশকা। সে যে কতটা খারাপ হতে পারে তা বুঝতে পারবেন দর্শকেরা। সূর্যকে এতদিন নিজের করে পাবার জন্য অনেক রকম চেষ্টা চালিয়েছে সে. তবুও যখন দীপা এবং সূর্যের মিল হয়ে গিয়েছে এবার দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে বিরাট ধামাকা করতে চলেছে বিপদজনক মিশকা। স্টার জলসার(Star Jalsa) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র(Anurager Chhowa) আগামী পর্বগুলো আরো অনেক বেশি ধামাকা হতে চলেছে।

আর এই আসন্ন পর্বগুলিতে দেখা যাবে সূর্য-দীপা-সোনা-রুপা সহ পুরো সেনগুপ্ত পরিবারের জীবন উলটপালট করে দেবে মিশকা। জানা গিয়েছে, ডিএনএ টেস্টের জন্য ল্যাবরেটেরীতে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়ে এবার বাজিমাত করবে মিশকা। বাংলা সিরিয়ালের ইতিহাসে প্রথমবার এরকম কোন কান্ড দেখতে চলেছেন দর্শকেরা। যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন যে ডিএনএ টেস্ট করার পরই সূর্য জানতে পেরেছে সোনা এবং রুপা তার নিজের সন্তান।

আর তাই দীপার কাছে বারবার ক্ষমা চেয়ে নতুন করে জীবন শুরু করতে চায় সে। দুই সন্তান এবং দীপাকে নিয়ে সুখের সংসার গড়তে চায় সূর্য। যদিও সেই সংসার মোটেও তার সুখের হবে না। এই পথে বিরাট বাধা হয়ে দাঁড়াবে মিশকা। তবে সূর্য কি করে এতটা বদলে গেল এবং কিভাবে সূর্য এবং দীপার মধ্যে মিল হয়েছে তা এখনো জানতে পারেনি সে। এমনকি সূর্য যে ডিএনএ টেস্ট করেছে সেটাও তার অজানা। আর তাই সূর্যকে ব্ল্যাকমেল করার জন্য নতুন ফন্দি এঁটে ফেলেছে এই জবরদস্ত খলনায়িকা।

এভাবেই সূর্যের সামনে তার বেস্টফ্রেন্ডের আসল রূপ বেরিয়ে আসবে। সূর্যকে ফাঁসাতেই প্রেগনেন্ট হবে মিশকা। সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়েই নিজেকে প্রেগন্যান্ট করবে সে। গত পর্বে দেখানো হয়েছে, হাসপাতালে গিয়ে একটি লাইসেন্স বাতিল  হওয়া ডাক্তারকে ভয় দেখিয়ে বেআইনিভাবে জোর করে সে এই কাজ করে নিয়েছে মিশকা। অর্থাৎ আগামী দিনে যখন সব সত্যিই জানাজানি হবে তখন কি প্রতিক্রিয়া হবে দীপার? তার ডাক্তারবাবুর উপর বিশ্বাস থাকবে তো? নাকি মিশকার চক্রান্তে আবার দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে?

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই আসন্ন পর্বগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা কেউ লিখেছেন, ‘মিশকা সেন যে আসলে কি সেটা আবার দেখার জন্য প্রস্তুত হও সুদীপা ফ্যান’। কেউ আবার লিখেছেন, ‘এটাই মিশকার শেষ চাল’। হয়তো এভাবেই সূর্যের সামনে মিশকার সব সত্যিই প্রকাশ্যে আসবে। এভাবেই হয়তো নিজের বেস্ট ফ্রেন্ডের আসল রূপ বুঝতে পারবে সূর্য।

Papiya Paul

X