নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালে(Bengali Serial) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা(Sonamoni Saha)। ‘দেবী চৌধুরানী’, ‘মোহর’ এই সুপারহিট ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এইবার তার সিরিয়াল সেভাবে দর্শক মনে জায়গা করতে পারল না। মাত্র ১৪ মাসে শেষ হতে চলেছে সোনামনি সাহার চলতি ধারাবাহিক ‘এক্কা দোক্কা'(Ekka Dokka)। এই ধারাবাহিকে অভিনয় করছেন সোনামণি সাহা, প্রতীক সেন, সপ্তর্ষি মৌলিক সহ অন্যান্য অভিনেতারা।
আগামী ২৪ শে সেপ্টেম্বর রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক। আগামী সোমবার থেকে রাত ন’টায় ‘এক্কা দোক্কা’র জায়গায় দেখা যাবে লীনা গাঙ্গুলীর নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। তবে পুরনো সিরিয়াল শেষ হতে না হতেই বুধবার টেলিপাড়ায় আচমকা খবর রটে যায় জলসার আগামী ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সোনামণি।
সুব্রত রায় প্রোডাকশনের একটি পুরাণভিত্তিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালে দেখা যাবে তাকে। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, “আপনাদের মত আমিও ফেসবুকেই দেখেছি এই খবর। আমি নিজেই কিছু জানিনা। কোথা থেকে এই নিয়ে খবর হয়ে গেল বলতে পারব না।’ এরপর অভিনেত্রী আরো বলেন যে তিনি পরপর বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। আর এবার চ্যানেল তাকে ব্রেক দিয়েছে। আর অভিনেত্রী নিজেও একটু বিরতি নিতে চান।
এরপর ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমার পর্দায় সোনামনির দেখা মিলবে কিনা এই প্রশ্ন করা হলে তিনি বেশ ইতিবাচক ভঙ্গিতে জবাব দিয়েছেন, কথাবার্তা চলছে বেশকিছু ওটিটি প্রোজেক্টের, ফিল্ম নিয়েও কথাবার্তা চলছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। হলে সবাই জানতে পারবে’। তবে সিরিয়াল শেষ হলেও এখন তিনি মহিষাসুরমর্দিনী কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগেই তার ইনস্টাগ্রাম ওয়ালে এই সংক্রান্ত পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী।