‘কাউকে না জানিয়েই দূরে চলে যাবো!’ আকাশের কথায় আঘাত পেয়ে মৃত্যুর মুখে সন্ধ্যা! ফাঁস দুর্ধর্ষ পর্ব

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন আগেই শুরু হওয়া স্টার জলসার(Star Jalsa) জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা'(Sandhyatara)। দুই বোনের স্বার্থত্যাগের গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। টিআরপি(TRP) তালিকাতেও মোটামুটি ভালই রেজাল্ট করছে সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত এই সিরিয়াল। যদিও জি বাংলার ফুলকির সঙ্গে লড়াইয়ে এখনো পেরে ওঠেনি সন্ধ্যাতারা। তবে আগামী দিনে এই সিরিয়াল ভালো ফলাফল করবে এমনটাই মনে করেন এই সিরিয়ালের ভক্তরা।

এখানে একদিকে যেমন হাসি রয়েছে তেমনি দুঃখও আছে। সন্ধ্যা এখন তার বোনের খোঁজে কলকাতা এসেছে। আকাশনীল তারার খোঁজে কলকাতায় আসে। সেখানে তারার হোস্টেলের সামনে আকাশের গাড়ি দেখতে পায় সন্ধ্যা। তারপর তারাকে সে আকাশের কথা জিজ্ঞাসা করে। তখন তারা মিথ্যে কথা বলে সব কাটিয়ে দেয়। এরপর সন্ধ্যা হোস্টেলের ভিতরে একটি মেয়েকে জিজ্ঞাসা করে তারার ঘরের দিকে এগোতে থাকে।

ভেতরে আবার রয়েছে আকাশ। তারা পরিকল্পনা করে পেছনের গেট থেকে আকাশকে বের করিয়ে দেয়। কিন্তু তারা সে পরিকল্পনা পূরণ হয় না। হোস্টেলের একটি মেয়ে এসে তারাকে বলে তার মেজদি তার ঘরে রয়েছে। আকাশ আবার জানে না তারার মেজদি যে সন্ধ্যা। শুধুমাত্র এটাই জানে এই মেজদির জন্যই তারার সঙ্গে আকাশের সম্পর্ক ভেঙে গেছে। আকাশ জোর করে তারার মেজদির সঙ্গে দেখা করতে চায়।

এদিকে সন্ধ্যা খোঁজে তারাকে আর আকাশ খুঁজছে তারার মেজদিকে। এই খুঁজতে খুঁজতেই আকাশের সঙ্গে দেখা হয়ে যায় সন্ধ্যার। আকাশকে দেখে ভীষণ কাঁদে সন্ধ্যা। তখন সন্ধ্যাকে বুঝিয়ে সে বাড়ি নিয়ে যেতে চায়। ওইদিকে আগামী পর্বে দেখাবে যে আকাশের গাড়িতে রয়েছে সন্ধ্যা। সন্ধ্যাকে অনেক কথা শোনাবে আকাশ।  সন্ধ্যার জন্য তার জীবনে এত সমস্যা এমনকি এই জন্য দমবন্ধ লাগে তার এই কথা বলবে আকাশ।

এমনকি আকাশ এটাও বলবে, ‘যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। আর কোনদিন ফিরবো না, কাউকে জানাবো না কিছু।’ এই  কথা শুনে সন্ধ্যা ভাবে যে তার স্বামী কেন দূরে চলে যাবে তার থেকে সে আকাশের জীবন থেকে দূরে চলে যাবে। আকাশকে গাড়ি থামাতে বলে। এরপরেই ছুটতে থাকে সন্ধ্যা আর তখনই তার অ্যাক্সিডেন্ট হলে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর সন্ধ্যা কি বেঁচে উঠবে? সত্যের মুখোমুখি হবে তিনজন?  এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

Papiya Paul

X