আর চাকরির চিন্তা নেই, পুঁজি ছাড়াই শুরু করুন এই ব্যবসা! মাসের শেষ ইনকাম হবে প্রচুর

নিউজশর্ট ডেস্কঃ এখন মানুষের জীবনধারা বদলেছে। আগের মত একঘেয়ে জীবন পছন্দ করেন না মানুষেরা। আর তাই বেড়েছে সংসারের খরচ। কোনো পরিবারে একজন মানুষ যদি উপার্জন করে থাকেন তাহলে তার পক্ষে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ে। তাই অনেকেই চাকরির পাশাপাশি বাড়িতে বসে ছোটখাটো ব্যবসা(Business) করার কথা ভাববে শুরু করেছেন। তবে শুধুমাত্র ভাবলেই হল না, শুরু করার আগে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই মাঠে নামা উচিত।

আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য একটি লাভজনক ব্যবসার(Business Idea) কথা আলোচনা করবো। বর্তমান সময়ে মাটির জিনিসের চাহিদা খুব বেড়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে পছন্দ করেন বহু মানুষ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড হোক কিংবা রাস্তার আশেপাশে চায়ের দোকানে মাটির চায়ের ভাঁড়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি মাটির তৈরি প্লেট, বাটি,, গ্লাসের চাহিদা ও বাড়ছে।

এই ব্যবসা শুরু করে বেশ মোটা অংকের টাকা লাভ করা যেতে পারে। এক্ষেত্রে কাঁচামাল হিসেবে আপনার প্রয়োজন হবে নদী কিংবা পুকুর পাড়ের মাটি। আর লাগবে ছাঁচ। আর কিনতে হবে একটি চাকতি। এই চাকতির দাম মেরেকেটে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। হিসাব করলে দেখা যাবে আপনি যদি প্রত্যেকদিন ৫০০ পিস চায়ের ভাঁড় কিংবা ৫০০ পিস গ্লাস বিক্রি করতে পারেন তাহলে প্রত্যেক দিন এক হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।

আর যদি বড় বড় রেস্তোরাঁ বা চায়ের দোকানের সঙ্গে যোগাযোগ করে আপনার বিক্রি বাড়াতে পারেন তাহলে দৈনিক ৫০০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত ইনকাম হতে পারে। এক্ষেত্রে মাসের শেষে আপনার রোজগার লাখ টাকা ছাড়িয়ে যাবে। আপনার এই ব্যবসার জন্য খুব একটা পুঁজির প্রয়োজন হবে না। তবুও যদি পুঁজির প্রয়োজন হয় তাহলে সরকারের পক্ষ থেকে এই ব্যবসার জন্য সাহায্য করা হয়।

Papiya Paul

X