গ্রাহকদের জন্য ধামাকা অফার! ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান আনলো Jio-Airtel-Vi

নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে টেলিকম সংস্থাগুলোর রিচার্জ প্ল্যানের(Recharge Plan) দাম। এতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। এখন প্রায় প্রত্যেকটি মানুষের হাতে স্মার্টফোন। স্মার্টফোন আছে মানে ইন্টারনেট রয়েছে। এই ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে গ্রাহকের।

শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট সার্চিং নয়, অনেকেই ফোনে বিভিন্ন রকমের টেলিভিশন শো সিনেমা কিংবা ইউটিউবে ভিডিও দেখেন। এতে আরো বেশি ডেটার প্রয়োজন হয়। তাদের জন্য আজকের এই প্রতিবেদনে বিভিন্ন টেলিকম সংস্থাগুলোর দুর্দান্ত কিছু ডেটা প্ল্যান(Data Plan) সম্পর্কে বিস্তারিত জানাবো।

Airtel (Bharti Airtel)-এর 100 টাকার কম খরচে কিছু রিচার্জ প্ল্যান:
1. 19 টাকা: এতে গ্রাহকদের জন্য 2 দিনের বৈধতায় 200 MB ডেটা উপলব্ধ করে।
2. 48 টাকা: এই রিচার্জ প্ল্যানে 28 দিনের জন্য 3 GB ডেটা দেওয়া হয়।
3. 49 টাকা: এই রিচার্জ প্ল্যানটি 28 দিনের বৈধতার জন্য 100 MB ডেটা এবং এর সাথে টকটাইম প্রদান করে।
4.79 টাকা: এই প্ল্যানটিতে 28 দিনের বৈধতার জন্য 200 MB ডেটা এবং টকটাইম পাবেন।

Vodafone Idea (Vi)-র 100 টাকার কম খরচের কিছু রিচার্জ প্ল্যান:
1. 16 টাকা: এতে 24 ঘন্টার জন্য মোট 1 GB ডেটা পাওয়া যাবে এবং এর সাথে Vi অ্যাপে সিনেমা ও টিভি শোগুলিতে অ্যাক্সেস প্রদান করে।
2. 19 টাকা: এই প্ল্যানটিতে 2 দিনের বৈধতার জন্য 200 MB ডেটা এবং আনলিমিটেড টকটাইম দেওয়া হয়।

3. 39 টাকা: এটি হল একটি কম্বো প্ল্যান। যেটি 28 দিনের বৈধতার সাথে টকটাইম এবং 100 MB ডেটা দেয়।
4. 48 টাকা: এটি কেবলমাত্র ডেটা রিচার্জ প্ল্যান। 28 দিনের জন্য 3 GB ডেটা প্রদান করে। এছাড়া আপনি ফোন বা ওয়েব অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে এই প্ল্যানটিতে  200 MB অতিরিক্ত ডেটা পাবেন।

5. 49 টাকা: এই প্ল্যানে 28 দিনের জন্য 300 MB ডেটা উপলব্ধ করে।
6. 79 টাকা: এই প্ল্যানটিতে 400 MB ডেটা এবং 64 দিনের জন্য টকটাইম পাবেন। এখানে ফোন বা ওয়েব অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে এই প্ল্যানটিতেও 200 MB-র অতিরিক্ত ডেটা পাওয়া যায়।
7. 98 টাকা: এই প্ল্যানটিতে 28 দিনের জন্য 12 GB ডেটা উপলব্ধ করে।

Jio-র 100 টাকার কম দামের কিছু রিচার্জ প্ল্যান:
1. 10 টাকা: এই রিচার্জ প্ল্যানটিতে 1 GB-র কমপ্লিমেন্টারি ডেটা পাবেন। আর সাথে 124 IUC মিনিট টকটাইম মিলবে।
2. 20 টাকা: এই প্ল্যানটিতে 249 IUC মিনিটের টকটাইমের সাথে 2 GB-র কমপ্লিমেন্টারি ডেটা প্রদান করে।
3. 50 টাকা: এই প্ল্যানটিতে 656 IUC মিনিটের টকটাইমের সাথে 5 GB পর্যন্ত কমপ্লিমেন্টারি ডেটা মিলবে।
4. 100 টাকা: এই প্ল্যানটিতে 1362 IUC মিনিটের টকটাইমের সাথে 10 GB পর্যন্ত কমপ্লিমেন্টারি ডেটা পাবেন।

Papiya Paul

X