নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাঙালীদের মধ্যে উৎসবের আনন্দ শুরু হয়ে যাবে। দুর্গাপুজোর এই কটা দিন বাঙালিরা খুব আনন্দ করে সময় কাটাতে ভালবাসেন। এই মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিং সমস্ত কিছুই শর্টলিস্টেড করে ফেলেছেন বাঙালিরা। শুধু সাধারণ মানুষ নয়, পুজো নিয়ে বিশেষ প্ল্যান থাকে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও।
শুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে পুজোর শপিং করা থেকে শুরু করে ঘুরতে যাওয়ার প্ল্যান একেবারে জোর কদমে এই কটা দিন পুজো এনজয় করেন সেলিব্রেটিরা। পুজোর আগে তাদের কাজের চাপ বেশি থাকে কারণ পুজোর ওই কটা দিন শুটিং বন্ধ থাকে বলে আগে থেকে অনেক দৃশ্য ব্যাংকিং করে রাখতে হয়। তাই এত চাপের মধ্য এবারে পুজোর শপিংটা অনলাইনেই করছেন ‘ফুলকি'(Phulki) সিরিয়ালের পারমিতা ওরফে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী(Kaushambi Chakraborty)।
প্রত্যেকবারের মতো এইবারেও কলকাতাতে থেকেই তিনি পুজো উপভোগ করতে চান। এই বছর তার পুজো অনেকটাই বেশি স্পেশাল কারণ তার জীবনে এসেছেন বিশেষ মানুষ। এই বিশেষ মানুষ হলেন মহিলাদের ক্রাশ তথা ‘মিঠাই’ সিরিয়ালের নায়ক অভিনেতা আদৃত রায়(Adrit Roy)। সিরিয়াল অভিনয় করার সময় পর্দার নিজের ভাইয়ের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ‘দিদিয়া’ কৌশাম্বী।
শুরুতে তাদের সম্পর্ক ধামাচাপা দিয়ে রাখলেও সিরিয়াল শেষের পর খানিকটা আলগা হয়েছে তাদের সম্পর্ক। এবার সম্প্রতি আনন্দবাজার অনলাইনে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। আদৃতর সঙ্গে পুজোয় কি কি প্ল্যান রয়েছে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে অভিনেত্রী প্রশ্ন শুনে প্রথমে লাজুক হাসি দেন। এরপর অভিনেত্রী বললেন, ‘পুজোয় পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাবো, বন্ধুবান্ধবদের সঙ্গেও পরিকল্পনা অবশ্যই আছে।’
পাশাপাশি তিনি আরো বলেছেন, ;এই পরিকল্পনায় বিশেষ কেউ থাকলেও থাকতে পারে।’ পুরোপুরি প্রসঙ্গ এড়িয়ে না গেলেও তিনি কিন্তু অস্বীকার করেননি। পুজোর প্রেম সম্পর্কে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ‘প্রেমের জন্য কি পুজোর অপেক্ষা করলে হয়? প্রেম তো সবসময়ই হতে পারে। পুজোয় আলাদা করে কখনো প্রেম হয়নি, তবে পুজোয় প্রেমিকদের সঙ্গে জমিয়ে ঘুরেছি।’ কৌশাম্বী মনে করেন যে প্রেমের সেলিব্রেশনটা পুজোর কদিন আরো বেশি রঙিন হয়ে যায়। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ফুলকি’ সিরিয়ালে তার অভিনয় বেশ মন জয় করেছে দর্শকদের।