প্রেগন্যান্ট হয়েও লাভ হলো না, মিশকার সব ষড়যন্ত্র ফাঁস করবে দীপা! আসছে ধামাকাদার পর্ব

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে এই মুহূর্তে টানটান উত্তেজনার পর্ব চলছে। এখন এমন পর্যায়ে ধারাবাহিকের ট্র্যাক নিয়ে এসেছেন নির্মাতারা, যেখানে একটা পর্ব মিস করা মানে বিরাট মিস হয়ে যাবে দর্শকদের। এই ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তারা জানেন যে সেনগুপ্ত পরিবারে এখন খুশির উৎসব চলছে। দীপা, বাড়ি আসাতে সকলেই দীপাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। সূর্যকেও ক্ষমা করে দিয়েছে দীপা।

কিন্তু এত সুন্দর মুহূর্তেও সংসারে অশান্তি লাগাতে হাজির হয়েছে মিশকা সেন। বাড়ি ভর্তি লোকের সামনে সে জানায় সূর্যের সন্তানের মা হতে চলেছে মিশকা। অন্যদিকে এই কথা জানানোর পরেই সকলে অবাক হয়ে যায়। সকলে সূর্যের দোষ রয়েছে একথা বলে। একমাত্র দীপা এই কথা শোনার পরেও সূর্যের পাশে এসে দাঁড়ায়। সে স্পষ্ট জানায় যে তার ডাক্তারবাবু এরকম কোন কাজ করতে পারে না।

এরপরে মিশকার হাতে থাকা ওই রিপোর্ট দেখে দীপা বলে যে এখানে লেখা আছে কিছুদিন আগেই তুমি প্রেগন্যান্ট হয়েছ, কিন্তু অনেকদিন ধরেই তো ডাক্তার বাবু আমার সঙ্গে আছেন। এটা কিভাবে হলো? এরপরই মিশকা বলে যে বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করানো হোক। তখন বাড়ির সকলে মিশকার বিরুদ্ধে গিয়ে বলে সূর্য যখন বছরের পর বছর ধরে দীপাকে ভুল বুঝল তখন এই টেস্টের কথা মিশকার মাথায় আসেনি কেন?

এমনকি মিশকার এই মিথ্যাচার সহ্য করতে না পেরে রিভলবার নিয়ে তাকে গুলি করতে চলছে ছুটে আসে লাবণ্য। সকলে মিলে তাকে আটকালে সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যায় মিশকা। তবে এটা বোঝা যাচ্ছে মিশকার এই ষড়যন্ত্রর জন্য সেনগুপ্ত পরিবারকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। বাড়ির সকলেই সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও দীপা একমাত্র তার পাশে রয়েছে। সূর্য তখন তাকে জিজ্ঞাসা করে বাড়ির সকলেই তার কাছ থেকে দূরে চলে গেলেও শুধুমাত্র দীপা কিসের জন্য তার পাশে রয়েছে?

দীপা তখন জানায় বিশ্বাসের জন্য সে তার ডাক্তারবাবুর পাশে আছে। এদিকে বাড়ির সকলেই যখন সূর্যকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল তখন সোনা-রুপা তাদের বাবার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ির প্রত্যেকে সূর্যকে বোঝায় যে এতদিন তাকে বারণ করা সত্ত্বেও কেন এই মিশকাকে সে বিশ্বাস করে এসেছে। তবে দীপা প্রতিশ্রুতি দেয় যে খুব শীঘ্রই মিশকার পর্দা ফাঁস করবে সে।

Papiya Paul

X