ফের সত্যের জয়! মিশকার চক্রান্ত সবার সামনে আনলো দীপা, টিভির আগেই ফাঁস জমজমাট পর্ব

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে একটার পর একটা জমজমাট পর্ব চলছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে একটি এপিসোড মিস করলেও বিরাট বড় মিস করে ফেলবেন এই সিরিয়ালের অনুগামীরা। এখন সেনগুপ্ত পরিবারে লোকেরা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। বহুদিন পর সেনগুপ্ত পরিবারে আনন্দ প্রবেশ করতে না করতেই মিশকার কালো ছায়া পড়ে, সেই আনন্দ সব মাটি হয়ে গিয়েছে।

এবার মিশকাকে হাতেনাতে ধরার বিরাট ফন্দি করে ফেলেছে দীপা। তবলার সঙ্গে প্ল্যান করে এবার মাঠে নেমেছে দীপা। আর কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না মিশকাকে। সবার সামনে সবকিছু প্রকাশে আনার জন্য বড় ফন্দি করেছে সে। এই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে, দীপা সোজা চলে যাবে মিশকার বাড়িতে। সেখানে গিয়ে দীপা মিশকাকে বলবে যে এতদিন ধরে ভুল মানুষকে বিশ্বাস করেছে সে। মিশকার সন্তান যেন নিজের অধিকার সব ফিরে পায়।

আর এই সমস্ত ঘটনাই আড়াল থেকে লাইভ করতে থাকবে তবলা। এরপর দীপা, সূর্য এবং তার একটি নকল ডিভোর্স পেপার মিশকার হাতে দেয়। মিশকা বুঝতে পারে না যে এটা নকল। এটা দেখে খুব খুশি হয়ে যায় সে এবং নিজের অজান্তেই এই ফাঁদে পা দিয়ে ফেলে। মিশকা বলে যে সে সূর্যকে খুব ভালোবাসে তাই এতদিন ধরে দীপার সঙ্গে সূর্যের ভুল বোঝাবুঝি তৈরি করে এসেছে সে। এমনকি তাদের দুজনের মাঝে এতদিন যত রকমের সমস্যা হয়েছে তার সবকিছুই ঘটেছে মিশকার জন্য।

সূর্যকে নিজের কাছে পাওয়ার জন্য সবকিছু করেছে মিশকা। এই ঘটনা লাইভে আসা মাত্রই সাধারণ মানুষ থেকে সেনগুপ্ত পরিবারের সকলেই শুনতে থাকে। হঠাৎ করে সেখানে চলে আসে মহিলা সমিতির লোকজন। তখন মিশকা বুঝতে পারে যে এই সবকিছুই ছিল দীপার প্ল্যান। যেহেতু সত্যি সত্যিই মিশকা মা হতে চলেছে তাই তার জন্য দীপা তাকে আরেকটা সুযোগ দেয় এবং মিশকার বাড়ি থেকে চলে আসে।

এরপরেই দেখা যায় সাংবাদিকরা জড়ো হয়েছে সূর্যের বাড়ির সামনে। এবার সমস্ত ঘটনা প্রকাশে আসার পর সূর্যের কাছে ক্ষমা চায় তারা। তবে মিশকা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে আবার নতুন কোন প্ল্যান করে দীপা এবং সূর্যের এই মধুর সম্পর্ককে ভেঙে দিতে চাইবে। আগামী এপিসোডগুলো যে আরো বেশি ধামাকা আর হতে চলেছেন তা এখন থেকেই বুঝতে পারছেন দর্শকেরা।

Papiya Paul

X