নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘সন্ধ্যাতারা'(Sandhyatara) ধারাবাহিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রায় এখন প্রায় প্রত্যেক সপ্তাহেই টিআরপি(TRP) তালিকায় ভালো রেজাল্ট করছে সন্ধ্যাতারা। আর এখন এই সিরিয়ালের প্রত্যেক পর্বেই টানটান উত্তেজনা বজায় রাখছে নির্মাতারা। ত্রিকোণ প্রেম নিয়ে গল্প শুরু হলেও কোথাও যেন এক আলাদা আভিজাত্য বজায় রয়েছে এই ধারাবাহিকে।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন দীর্ঘদিন পর বিরাট ফাঁড়া কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সন্ধ্যা। এরপর বেশ ঘটা করে সন্ধ্যাকে বরণ করতে আসে শৈল। যা দেখে অবাক হয়ে যায় বিজয়া। সন্ধ্যাকে দু চোখে দেখতে পারেনা তারাই আবার বরণ করছে। এরপরে শৈলকে সরাসরি এর কারণ জিজ্ঞাসা করে বিজয়া। শৈল এবং নীলের ঠাম্মি তখন বলে যে তারা তাদের বাড়ির একমাত্র নাতবউকে তো ফেলে দিতে পারে না।
এরপরে সন্ধার গালে সিঁদুর লেপে দেয় শৈল। যা দেখে বিজয়ার মনে হয় ঠিক যেমন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার আগে তার গালে সিঁদুর মাখানো হয়, তেমন করে সন্ধ্যার গালে সিঁদুর মাখানো হচ্ছে। সন্ধ্যাকে ঘরে নিয়ে যায় আকাশ। কারণ সে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যাকে ঘুম পাড়িয়ে তারার সঙ্গে সমস্ত কথা বলতে। এরপরই বিজয়া ঘোষণা করে যে যেহেতু তার মেয়ে অনেক বড় বিপদ কাটিয়ে বাড়ি ফিরেছে তাই এই উপলক্ষে একটি আনন্দ উৎসব করা হবে।
এরপরে সন্ধ্যা তার শাশুড়ি মায়ের কাছে অনুরোধ করে এই আনন্দ উৎসবে যেন তার মা দিদি এবং বোনকেও ডাকা হয়। বিজয়া তখন ভাবে তার বোনের সঙ্গে হয়তো কখনো নীলের আলাপ হয়নি। তাই এটাই ভালো সুযোগ হবে দুজনের পরিচয় করিয়ে দেওয়ার। এবার আগামী পর্বে আবার দেখানো হবে সকলে মিলে যখন সন্ধ্যার বাড়িতে আসবে তখন সন্ধ্যার বড় দিদির সঙ্গে তারাকে কথা বলতে দেখতে পাবে আকাশ। এরপরে হয়তো আকাশ বুঝে যাবে যে তারাই হলো সন্ধ্যার বোন। তাহলে কি এবার তারাকে আনতে গিয়েই সমস্ত সত্যের সম্মুখীন হবে সন্ধ্যার পরিবার? নাকি আবার সবকিছু আড়াল থেকেই যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দর্শকদের আগামী পর্বগুলো অবশ্যই দেখতে হবে।