আর নয় দার্জিলিং, এবার ডুয়ার্স গেলে এই ৫ টি জায়গা ঢুঁ মারতে ভুলবেন না

নিউজশর্ট ডেস্কঃ বেশিদিনের আর অপেক্ষা নয়। তারপরে আসতে চলেছে দুর্গাপুজো। পুজো মানেই বাঙালির কাছে একটা আলাদা আবেগ। কেউ কেউ পূজার ছুটিতে যেমন কলকাতায় ঠাকুর দেখতে বা নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। কারো কাছে আবার পুজোর ছুটি মানেই ভ্রমণ। তাই সেইসব ভ্রমণপিপাসু বাঙালীদের জন্য আজকের এই প্রতিবেদন। অনেকেই পুজোর ছুটিতে ডুয়ার্সে(Dooars) যাওয়ার জন্য ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন। তাহলে একবার এই প্রতিবেদনটি পুরো পড়ে ফেলুন।

কারন এবার ডুয়ার্সে ঘুরতে গেলে কোন কোন জায়গা একদমই মিস করতে পারবেন না। অল্প দিনের ছুটিতে ঘুরতে চাইলে ডুয়ার্স হল অন্যতম সুন্দর জায়গা। তবে ডুয়ার্সের এমন অনেক জায়গা রয়েছে, অনেকেরই অজানা। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়ারণ্য অবস্থিত এই ডুয়ার্সে। আপনি এখানে গেলে জঙ্গল সাফারিতে অংশগ্রহণ করে বিভিন্ন বন্যপ্রাণীর দেখা পেতে পারেন। ডুয়ার্সে গেলে কোন কোন জায়গা অবশ্যই দেখতে পাবেন সে তালিকা আপনাদের জন্য দেওয়া রইল।

১) ডুয়ার্সের একটি অন্যতম এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিলাপাতা। এটি বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে রয়েছে। এখানে গিয়ে আপনি জঙ্গল সাফারিতে অংশগ্রহণ করলে একশৃঙ্গ গন্ডার এবং হাতির দেখা পেতে পারেন। এছাড়া তোর্সা এবং বানিয়া নদীর মনোরম দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন আপনি।

২) এরপরের জায়গা হল প্যারেন। ডুয়ার্সের একটি ছোট্ট অজানা গ্রাম। একদম নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই জায়গা পারফেক্ট। এখানে গেলে আপনি ভুটানের পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। এখানের গ্রামগুলোতে ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন।

৩) ডুয়ার্সের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল রঙ্গো। ধীরে ধীরে এই অজানা জায়গার জনপ্রিয়তা বাড়ছে। বহু পর্যটক এখন শুধুমাত্র এই রঙ্গতে ঘুরতে যান। এখানে ভুটানের পাহাড়ের দৃশ্য উপভোগ করার পাশাপাশি এটি মনাস্ট্রি রয়েছে। যেখানে গেলে আপনি ভুটানের সংস্কৃতি দেখতে পারবেন। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে রয়েছে এই রঙ্গো। তবে আপনি যে কোন রেলস্টেশন থেকে এখানে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন।

) লেপচাখা, বক্সা ফোর্টের আরেকটি সুন্দর পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। এখানে ঘুরতে গেলে আপনি বক্সা ব্যাঘ্র প্রকল্পতে যেতে পারেন।

৫) এছাড়া ঝালং নামে একটি শহর রয়েছে। ট্রেকিং করতে চাইলে এটি একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। ঝালং থেকে আপনি তোর্সা নদীর মনোরম দৃশ্য উপলব্ধি করতে পারবেন।

Avatar

Papiya Paul

X