নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিনেমার(Bengali Cinema) কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জি(Victor Banerjee)। দীর্ঘদিন অভিনয় জগতে তিনি একের পর এক সুপারহিট সিনেমাতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তার অভিনয় গুণ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তার প্রথম হাতেখড়ি হয় পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমার হাত ধরে। এরপর বাংলার জনপ্রিয় সব পরিচালক মৃণাল সেন, শ্যাম বেনেগাল এদের সাথেও কাজ করেন তিনি।
বাংলার পাশাপাশি তিনি জেমস আইভরি, ডেভিড লিন, রোনাল্ড নেমি, জেরি লন্ডন এই বিদেশি পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। আর বাংলা সিনেমার সেই সময়ের জনপ্রিয় পরিচালকদের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন তিনি। তার অভিনীত বন্ধন, লাঠি, প্রতিশোধ সিনেমাগুলো আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে। ভিক্টর ব্যানার্জি দেশের পুরস্কার পাওয়ার সাথে সাথে বিদেশের পুরস্কারও জিতেছেন। তার অভিনীত একটি বিদেশী সিনেমা অস্কারও জিতেছিল।
একসময় বাংলা সিনেমা বলতে নাম উঠে আসতো ভিক্টর ব্যানার্জীর। তবে বাংলা সিনেমার প্রতি তার গভীর আনুগত্য থাকলেও এই ইন্ডাস্ট্রির প্রতি একরাশ অভিমান ছিল অভিনেতার। বহুদিন বাংলা সিনেমার অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। কলকাতা ছেড়ে পাহাড়ে থাকতেন ভিক্টর ব্যানার্জি। তবে এবার দর্শকদের অপেক্ষার সেই অবসান ঘটতে চলেছে। এবার দুর্গাপুজোয় শিবপ্রসাদ ও নন্দিতা জুটির উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা ‘রক্তবীজে’র হাত ধরে তিনি আবার অভিনয় জগতে কামব্যাক করছেন।
এই সিনেমাতে তিনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি ‘অনিমেষ’ চরিত্রের অভিনয় করবেন বলে জানা গিয়েছে। ২০১৪ সালে দুর্গা অষ্টমীর দিন খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের সময় কেঁপে উঠেছিল গোটা বর্ধমান শহর। সেই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল জেএমবি জঙ্গি গোষ্ঠী। সেইসময় মৃত্যু ঘটেছিল শাকিল আহমেদ এবং শোভন মন্ডল নামে দুই ব্যক্তির। তখন ওই মামলার তদন্তভার সিআইডির হাত থেকে এনআইএর হাতে গিয়েছিল।
এবার সেই ঘটনায় বড়পর্দায় আনতে চলেছেন শিবপ্রসাদ। এই সময় পুজোয় গ্রামের বাড়ি গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির গ্রামের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই এই সন্ত্রাসবাদী হামলার খবরে নড়েচড়ে বসেছিল কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার। এবার সেই ঘটনাই তুলে ধরা হবে সিনেমার আদলে। এই সিনেমাতে খাগড়াগড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে খয়রাগর। ভিক্টর ব্যানার্জি ছাড়া এই ছবিতে অভিনয় করছেন আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। এটাই প্রথম বাংলা সিনেমা যেটির শুটিং ইন্ডিয়া গেট এবং রাষ্টপতি ভবনে হয়েছে বলে জানা যাচ্ছে।