নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম সংস্থাগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা জিও(Jio)। এই মুহূর্তে এয়ারটেল(Airtel), ভিআই(VI) এবং বিএসএনএলকে(BSNL) জোর টক্কর দিয়ে সবথেকে সেরা টেলিকম সংস্থার জায়গা ছিনিয়ে নিয়েছে জিও। বিশেষ করে এই কোম্পানির জনপ্রিয়তার মূল কারণ হলো সস্তায় এবং দীর্ঘমেয়াদী প্ল্যান।
গ্রাহকদের আকর্ষিত করতে জিও নিত্যনতুন দুর্দান্ত সব প্ল্যান নিয়ে আসে। আজকে তেমনি এক ধামাকাদার প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানাবো। জিও এই প্ল্যানের সঙ্গে এয়ারটেলের প্ল্যানের কি কি তফাৎ রয়েছে সেগুলো বুঝতে পারবেন আপনারা। জিও এবং এয়ারটেল দুটো কোম্পানির নানা ধরনের প্ল্যান রয়েছে। এই প্রতিবেদনে সবথেকে সস্তার কিছু প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হচ্ছে।
৮৪ দিনের বেশ কিছু সস্তার প্ল্যান রয়েছে। জিওর ক্ষেত্রে ৮৪ দিনের প্ল্যানের মূল্য ৩৯৫ টাকা। এই প্ল্যানে ৮৪ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে। এর সাথেই STD কলও করতে পারবেন আপনি। এর পাশাপাশি এই প্লানে ৬ জিবি হাইস্পিড ইন্টারনেট ডাটা পাবেন। এই ডেটা শেষ হয়ে যাবার পর ৬৪ KBPS গতিতে ডেটা মিলবে। এছাড়া জিওর প্রিপেড প্ল্যানে ১০০ টি এসএমএস পাবেন। এর পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, এগুলোর সাবস্ক্রিপশন মিলবে।
এর পাশাপাশি এয়ারটেলের ৮৪ দিন প্ল্যানের মূল্য হচ্ছে ৪৫৫ টাকা। এই প্ল্যানেও আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। এর সাথে মোট ৬ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাবে। যেটির মেয়াদ থাকবে ৮৪ দিন পর্যন্ত। এখানে ৯০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহকেরা। এছাড়া ফ্রি হ্যালো টিউন, উইনক মিউজিক ফ্রিতে পাওয়া যাচ্ছে।